Thursday , 16 January 2025 | [bangla_date]

বীরগঞ্জে ঘন কুয়াশা ও তীব্র শীত  থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বেশির ভাগ ইরি-বোরোর বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছর ঘন কুয়াশায় ইরি-বোরো ধানের বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য দিনাজপুরের বীরগঞ্জে কৃষকেরা এখন পলিথিন ঢাকা দিয়ে বীজতলা তৈরি করছে। কম সময়ে স্বাস্থ্যবান ও ভালো বীজ পাওয়ায় ইতিমধ্যে এ পদ্ধতিটি চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ডিসেম্বর থেকে জানুয়ারি  মাসের প্রথম থেকে কৃষকেরা বাড়ির পাশে খাল বিল ডোবা ও নদীর ধারে বীজতলা তৈরি করে থাকে। কিন্তু প্রতি বছর ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে যায়। এজন্য পলিথিন ঢাকা দিয়ে উঁচু জমিতে বীজতলা তৈরির পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। ইতিমধ্যে উপজেলায় যেসব বীজতলা তৈরি করা হয়েছে তার অর্ধেকই পলিথিন দিয়ে ঢাকা দিচ্ছেন কৃষক। উপজেলার ১১টি ইউনিয়নে বোরো ধান চাষীরা বোরো ধানের বীজতলাকে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য বীজতলায় পলিথিন ব্যবহার করছেন। এদিকে যেমন কুয়াশা ও ঠান্ডার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে, অন্যদিকে চারাগুলো পলিখিনের নীচে সতেজ থাকছে বলে কৃষকরা জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অত্র উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে বোরো আমন ধান চাষাবাদে ২০২৪- ২০২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৯ হাজার ৫শত ৭৫ হেক্টর জমিতে। 

সেই অনুযায়ী বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৩৭ হেক্টর জমি।

উপজেলার সুজালপুর  ইউনিয়নের মুড়ি ওয়াল গ্রামের বোরো ধান চাষী আব্দুল সাত্তার 

 জানান, তিনি চলতি ইরি-বোরো মৌসুম ১০ থেকে ১৫ একর জমিতে বোরো ধান চাষাবাদ করবেন। সেজন্য আগাম জাতের বোরো ধানের বীজ বপন করেছেন। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী শীত ও ঘন কুয়াশায় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীজগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। অপর চাষী শীতলাই গ্রামের রিয়াজুর ইসলাম বলেন, আমি ২ একর জমিতে ইরি-বোরোধান চাষাবাদ করবো। এজন্য ব্রি-ধান২৯ ও ব্রি-ধান ৮৯ জাতের বীজ জমিতে বপন করেছি এবং বীজ তলা সম্পূর্ণরূপে বীজগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। যাতে করে বীজগুলো ভালো থাকে। 

 উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, অত্র উপজেলার কৃষকদের বীজতলাগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে করে বীজতলাগুলো নষ্ট না হয়। তিনি আরও জানান,বীজ গাজার পর রোদ্রজ্জ্বল দিনের বেলায় পলিথিনের ঢাকা তুলে ফেলতে হয়। মাঝে মধ্যে পানি সেচ দিতে হয়। পলিথিন ঢাকা দিয়ে তৈরি বীজতলা শৈত্যপ্রবাহ ও কুয়াশায় নষ্ট হয় না এবং সময়মত খেতে লাগানো যায়। এ বীজ হতে ধানের উত্পাদনও তুলনামূল কভাবে বেশি। তাই এ পদ্ধতি কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন পর্যন্ত বীজ তুলার অবস্থান ভালো রয়েছে। এই বিষয়ে  কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়

হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

রাণীশংকৈলে হাজ্বী সম্মেলন

বীরগঞ্জে সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাল্য বিবাহ প্রতিরোধে সাইকেল র‌্যালী

বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ব্যাটমিন্টন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ির কারাদন্ড

বেকারত্ব দুরীকরনে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষকর্মী গড়তে ভ‚মিকা রাখবে ‘খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’

ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, নিহত -১ আহত-৩