Wednesday , 1 January 2025 | [bangla_date]

বীরগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও দুই গ্রুপের বিভক্তি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদল দুই গ্রুপে বিভক্ত হয়ে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন অংশে ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী।
আকাশ চৌধুরী গ্রুপ একটানা কর্মসুচি পালন করলেও ইকবাল মাহমুদ গ্রুপের র‍্যালী বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা রয়েছে। এব্যাপারে উপজেলা বিএনপির সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলেন তিনি জানান, তার নেতৃত্বে অংশে থানা ছাত্রদল সহ-সভাপতি ইকবাল মাহমুদ বিপ্লবের পরিচালনায় বিকেল ৩টায় থানা মার্কেটের সামনে কর্মীসভাসহ পৃথক পৃথক কর্মসূচি রয়েছে। অন্যদিকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি আগমনের পর জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন, বর্নাঢ্য র‍্যালী, ঐতিহ্যবাহী ছাত্র দলের কৃতিময় কর্মকাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে নিয়ে বীরগঞ্জ শহীদ মিনারে ব্যপক আলোচনা এবং দলের কার্যক্রম আরও বেগবান করতে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পৃথক ভ্যানুতে সকাল ১১ টায় উভয় গ্রুপ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে।

বেশ কিছুদিন থেকে বীরগঞ্জে বিএনপি দলীয় নেতারা বিভক্ত হয়ে দলীয় বিভিন্ন কর্মসূচি ও জাতীয় দিবস গুলো পালন করতে দেখা যাচ্ছে।

এলাকায় বিএনপির এক সময়ের মাঠ কাপানো দাপুটে প্রবীন নেতারা দ্বিধা-দ্বন্দ্বে ভুগলেও সম্প্রতি তারা মাঠের নেতা সাধারণ সম্পাদক ধলুর গ্রুপেই কাজ করতে দেখা যাচ্ছে।

আকাশ চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপে প্রধান অতিথি হিসেবে বিএনপি সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম ওমরাহ্ পালনের জন্য দেশের বাহিরে অবস্থান করায় পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বিশেষ অতিথির
জেলা বিএনপির সাবেক সদস্য সুভাষ দাস,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা,যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েল, মোজাহিদুল ইসলাম মাজু, কৃষক দলের যুগ্ন আহবায়ক লাইছুর রহমান লিপু বিজয় চত্বরে বক্তব্য রাখেন। এদিকে ইকবাল মাহমুদ বিপ্লব গ্রুপে প্রধান অতিথি দলের সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু, বিশেষ অতিথি সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাস আলীসহ অনেকে উপস্থিত থাকবেন।

কর্মসূচী সফল করতে উভয় গ্রুপে সকল ইউনিয়ন ছাত্রদল, বিএনপি, যুবদল, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিতে দেখা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড় পৌরসভায় মিলাদ ও দোয়া মাহফিল

অলিম্পিকে মুখোমুখি হচ্ছে জার্মানি-ব্রাজিল

জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ

বোদায় সুপারির ফলন ভাল হয়েছে, দামও ভাল

পঞ্চগড়ে মাঝারী শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, দিনভর ঝলমলে রোদে স্বস্তি

তেঁতুলিয়ায় হঠাৎ শিলাবৃষ্টি

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

লোকসভা নির্বাচন ভারতে: বাংলাবান্ধা স্থলবন্দর তিন দিন বন্ধ

পীরগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত হলেন আনোয়ার হোসেন

শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাবান ও সম্পদশালী আত্মনির্ভশীল দেশে পরিনত করতে চায় —নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি