Thursday , 16 January 2025 | [bangla_date]

মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন তেঁতুলিয়ায় ইএফটিতে এখনও ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী বেতন পাননি

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি’র) মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া শুরু হলেও তেঁতুলিয়ায় এখনও ছয় শতাধিক শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাননি। ফলে ওই সকল শিক্ষক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদেরকে (ইএফটি’র) আওতাভুক্ত হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি’র) মাধ্যমে বেতন-ভাতা প্রদান করে। প্রথম পর্যায়ে ১ জানুয়ারি প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা এলেও বেশিরভাগ শিক্ষক-কর্মচারীরা এখনও বেতন-ভাতা পাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় তিনটি বেসরকারি কলেজ, দুটি কারিগরি স্কুল এন্ড কলেজ, ১১টি মাদ্রাসা, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে ৭শ ৫০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সামান্য ভুল-ত্রæটি যেমন, নামের বানান ভুল, ইনডেক্স নম্বর ভুল, জাতীয় পরিচয়পত্র নামের গড়মিল এ সকল কারণে প্রাথমিক পর্যায়ে ওই পরিমাণ শিক্ষকের ইএফটিতে বেতন-ভাতা প্রদান করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর বলেন, তার বিদ্যালয়ের ১৮জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ২ জন ইএফটিতে বেতন পেয়েছেন। এখনও ১৬ জন শিক্ষক-কর্মচারী বেতন পাননি। ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন তার বিদ্যালয়ের ১৭জন শিক্ষক কর্মচারীদের মধ্যে মাত্র ৪ জন ইএফটিতে বেতন পেয়েছেন ।বোয়ালমারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম বলেন, তার বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ৩ জন ইএফটিতে বেতন পেয়েছেন। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী বলেন, চলতি সপ্তাহে আরও কিছু শিক্ষক ইএফটিতে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশিষ্ট শিক্ষকদের পর্যায়ক্রমে ইএফটি’র মাধ্যমে বেতন-ভাতা পাবেন। তবে কবে নাগাদ মধ্যে সব শিক্ষক-কর্মচারী ইএফটি’র আওতায় আসবেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসে কুমিল্লা থেকে আসলো ২৪ কেজি গাঁজা র‍্যাবের হাতে আটক -২

জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভায় সিদ্ধান্ত পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হচ্ছে আগামি মাসেই

ঠাকুরগাঁওয়ে বালিয়া ইউনিয়নে জ্বীনের মসজিদ নির্মান হয়েছিল এক রাতেই !

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

বীরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ,  গুরুতর আহত ১

হরিপুরে ২২ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

কাহারোলে গভীর রাতে শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করলেন এমপি গোপাল

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন

রাণীশংকৈলে ৭৮বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক -মনোরঞ্জন শীল গোপাল এমপি