Tuesday , 28 January 2025 | [bangla_date]

শিশু-কিশোর-তরুণ, যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে -পঞ্চগড়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

পঞ্চগড় প্রতিনিধি\নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, শিশু-কিশোর-তরুণ, যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, আমরা প্রতি ফোঁটা তাদের রক্তের ঋণ পরিশোধ করবো, ইনশাল্লাহ। তবে এই কাজটি একটি বড় কাজ। শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব নয়। নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নেতৃত্ব দেবে, সমন্বয় করবে। কাজটি প্রতিপালন করবে মাঠ পর্যায়ের সবাই। লুঙ্গির উপরে প্যান্ট লাগানো যে চৌকিদার রয়েছে, তার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত সকলেই এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। গতকাল সোমবার বিকেলে পঞ্চগয় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আমরা নিজেরাই আমাদেরকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাব যে, আমাদের ভাবমূর্তি অক্ষুন্ন আছে, নাকি ভূলুণ্ঠিত হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে, তাহলে আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশন একটি রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আমাদের কোন ফেভারিট নেই, আমাদের কোন পক্ষ নেই, আমরা একটাই পক্ষ, সুষ্ঠতার পক্ষ, ন্যায়ের পক্ষ। মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দেয়ার পক্ষ। মানুষ নির্বাচন নির্বাচিত করবে, কে তার প্রতিনিধি হবে, অন্য কেউ নয়। এটা নির্বাচন কমিশনের অফিসে হবে না, জেলা প্রশাসকের বারান্দাতে হবে না, পুলিশ সুপারের বারান্দাতে হবে না, কোন গোয়েন্দা সংস্থার অফিসেও হবে না। তিনি বলেন, ভোট ব্যবস্থার উপর মানুষের আস্থা হারিয়ে ফেলেছিল। মানুষের আগ্রহ ছিল না যে ভোটার হতে হবে। আমাদের সচেতনতা সৃষ্টির মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

রাণীশংকৈল ভরনিয়া গ্রামে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বীরগঞ্জে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা,থানায় অভিযোগ 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মেসার্স ইউকেএম ফ্রেন্ডস ট্রেডার্স সার দোকানকে ভ্রাম্যমাণ আদালত –জরিমানা করেন–২০ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের চেক বিতরণ

বীরগঞ্জে অসময়ে বাজারে উঠেছে কাটিমন আম

নবাবগঞ্জে ক্যাথলিক মিশনের উদ্বোধন করলেন ভাটিকানের রাষ্ট্রদূত

মাতৃমৃত্যুর হার ও নবজাতক শিশুর মৃত্যুর হার হ্রাসকরন ও নবজাতকের বিপদ চিহ্নিতকরন এবং অসুস্থতার যতœ নেওয়া বিষয়ক এডভোকেসি সভা

ডিলারদের সিন্ডিকেটে ১১শ’ টাকার সার এখন ১৪শ’ ! কৃষি বিভাগের তদারকি’র অভাব..

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত