Tuesday , 21 January 2025 | [bangla_date]

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিম গাছের চারা রোপণ

জিয়াউর রহমান ফাউন্ডেশন, দিনাজপুর এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নিম গাছের চারা রোপণ কর্মস‚চী পালিত হয়েছে। এর অংশ হিসেবে সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. এনাম উল্যা। এসময় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মো. আবু হাসান, উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড.সাইফুল হুদা, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো.এরফান আলি খন্দকার, জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের যুগ্ন সম্পাদক মো. আবু তাহের আবু ও ডা. মো. জিয়াউলহক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুলকবির, পরিচালকডা. সুধা রঞ্জন রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেজবা আলমসহ হাবিপ্রবি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারারকে ফুল দিয়ে বরণ করেন নেন। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, এমন একজন নেতার জন্মদিন উপলক্ষ্যে আজকের এই মহতী অনুষ্ঠান, যাঁর জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস হয়তো এভাবে রচিত হতো না। আপনারা জানেন জিয়াউর রহমানের উত্থান মানেই বাংলাদেশের স্বাধীনতার উত্থান, জিয়াউর রহমানের উত্থান এ দেশের সার্বভৌমত্বের উত্থান এবং জিয়াউর রহমানের উত্থান বাংলাদেশের ভৌগলিক অবস্থান অরক্ষিত রাখার উত্থান। বক্তব্য শেষে তিনি বৃক্ষ রোপণ করেন এবং বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্কাউটস এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন

টেক্সাসে বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার

আওয়ামীলীগ সরকার যে কোন দুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে …….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

আটোয়ারীতে রেলপথ অবরোধ! ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

কমরেড আনোয়ারুলের প্রয়াণে শোক সভা

দিনাজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেলো ৩ যুবকের

পীরগঞ্জে সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালী

ঠাকুরগাঁওয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন