Sunday , 23 February 2025 | [bangla_date]

কাহারোল হাটে জায়গার অভাবে সেতুর নিচে মহিষের হাট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \উত্তারাঞ্চলের অন্যতম দিনাজপুরের কাহারোল হাটে জায়গার অভাবে সেতুর নিচে বসছে গরু-মহিষ ও ছাগল ভেড়া ক্রয়-বিক্রয়ের হাট। এই হাটটি সপ্তাহে প্রতি শনিবার বসে বড় হাট-বাজার।
দেখা যায়, প্রতি শনিবার সকাল থেকেই দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা হতে ব্যবসায়ীরা তাদের গরু-মহিষ ও ছাগল ভেড়া ট্রাক ও ভটভটি যোগে নিয়ে আসেন কাহারোল হাটে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে। এই হাটে গরু-মহিষ ছাগল ও ভেড়া ক্রয় করার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন এখানে ক্রয়ের জন্য। কিন্তু হাটের স্থান সংকুলান না হওয়ায় গরু বিক্রেতারা হাট ছেড়ে পাকা সড়কের মধ্যে গরু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। সড়কের উপরে গরু নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে এক পর্যায়ে এই সড়ক দিয়ে সাধারন পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচলের ক্ষেত্রে পড়তে হয় চরম বিপাকে। এ যেন শনিবার হাটের দিনের সঙ্গী।
গত শনিবার হাটে আসা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে আসা গরু বিক্রেতা মোঃ আব্দুর রশিদ জানান, গরু ও মহিষের হাটটিতে জায়গা না থাকায় হাটের পূর্ব পার্শ্বে গরু পূর্নভবা নদীর সেতুর নিচে দক্ষিণ পার্শ্বে মহিষ ক্রয় ও বিক্রয় করতে হচ্ছে। এছাড়া গরু হাটের ভিতরে নেই বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থা। ফলে সমস্যার সম্মুখিন হতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। এমন কি হাটের পার্শ্বে একটু বিশ্রামের জন্য নেই কোনো সেড।
কয়েক ব্যবসায়ী জানায়, এই হাট থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকলেও ব্যবসায়ীদের জন্য সুন্দর কোনো সু-ব্যবস্থা গ্রহণ করেননি হাট-বাজার কর্তৃপক্ষ।
অপরদিকে পঞ্চগড়ের আটোয়ারী থেকে আসা মহিষ বিক্রেতা জানান, গরু মহিষ হাটে জায়গা না থাকায় সেতুর নিচে মহিষ ক্রয় ও বিক্রয় করতে হচ্ছে বাঁধ্য হয়ে। উপজেলা প্রশাসন আমাদের কথা চিন্তা করে গরু ও মহিষের হাটে কয়েকটি সেড নির্মাণ করলে ব্যবসায়ী ও সাধারন ক্রেতা-বিক্রেতাদের অনেক উপকার হবে।
কাহারোল হাট-বাজার ইজারাদার মোঃ আতিকুল ইসলাম শাহ্ জানান, এবার কাহারোল হাটটি ১ বছরের জন্য সরকারে নিকট থেকে ৪ কোটি ৮৫ লক্ষ ৭০হাজার টাকায় ইজারা গ্রহণ করেছি। কিন্তু মহিষের হাটে জায়গার অভাবে মহিষ হাটটি পূর্নভবা সেতুর নিচে নেওয়া হয়েছে। ১ বছরের জন্য ৬০ টাকার বিনিময়ে একজন ব্যক্তির নিকট থেকে জমি লীজ নিয়ে মহিষের হাটটি বসানো হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরু হাটের জায়গা সম্প্রসারনের কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে, আশা করছি দ্রæত কাজ শেষ হবে এবং অত্র হাটে পানি ও জলের সু-ব্যবস্থা রয়েছে। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে দ্রæত সমাধান করা হবে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে অচিরেই হাটে সেডের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জামানতের টাকা বৃদ্ধি ও খরচের পরিমাণ বাড়িয়ে নির্বাচনকে আবারও বড় লোকের খেলায় পরিনত করার চক্রান্ত চলছে

ঠাকুরগাঁওয়ে ৫ জন স্কুলছাত্রী করোনায় আক্রান্ত দুই শ্রেণির ক্লাস বন্ধ

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করে তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ 

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামালের জন্ম জয়ন্তী পালিত

দিনাজপুরে কলেজ ছাত্রী মন্দিরা এক ঘণ্টার জন্য সমাজসেবা কর্মকর্তা