Friday , 28 February 2025 | [bangla_date]

দিনাজপুরে বিএনপি’র সমাবেশে অ্যাডভোকেট মাসুদ তালুকদার জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন.,নূতন রাজনৈতিক দলের ঘোষণা হতে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ক্ষমতায় থেকে যদি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করা হয় সমর্থন জানানো হয়। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করা হয় বিএনপি জনগণকে সাথে নিয়ে জবাব দিবে। বিএনপি সমর্থন জানিয়েছিল বলেই অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব পেয়েছে। কিন্তু এ সরকার আইন শৃঙ্খলা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। গত ১৬বছরে এই দেশে কোন নির্বাচন হয় নাই এদেশের মানুষ ভোটের সংস্কৃতি হারিয়ে ফেলেছে। মানুষের ভোটের অধিকার হরণ কেড়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে। এ কারণে দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার জন্য অন্তর্বতি সরকারের প্রতি আহবান জানান।
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের উর্ধ্বগতি,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রæত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত সমাবেশে একথা বলেন।
তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনে আমরা সমর্থন জানিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের।কোটাবিরোধী আন্দোলন থেকে সরে আসে এক দফার যে আন্দোলন সেটি ছিল সব রাজনৈতিক দলের।
এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে নির্বাচিত হলে যারা আন্দোলন করেছিল সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব বলেছেন আমাদের নেতা তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এ জেড এম রেজওয়ানুল হক, আখতারুজ্জামান মিয়া।
দুপুর থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপি’র নেতা কর্মী সমর্থকরা মিছিল সহকারে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশাল জনসভায় রূপ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

বীরগঞ্জে ৪ দিনব্যাপী নাম সংকীর্তন পালিত হচ্ছে

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি নেতা মাহবুবর কে মারপিট! এলাকায় থমথমে অবস্থা

কাহারোলে বিএনপির নেতা ও শিল্পপতি মুনজুরুল ইসলাম মঞ্জু’র শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য  সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও মিলাদ

“মাদকের বিরুদ্ধে এসো দোড়াই আলোর পথে” শ্লোগানে দিনাজপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২

বীরগঞ্জে জটিল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

এইচ এস সি পরীক্ষার সময়সূচি প্রকাশ