Sunday , 2 February 2025 | [bangla_date]

দিনাজপুর অনুর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতায় চিরিরবন্দর থানা বালক দল ও কোতয়ালী থানা বালিকা দল চ্যাম্পিয়ন

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুর জেলা পর্যায়ে দিনব্যাপী অনুর্ধ্ব-১৮বালক-বালিকাদের ‘যুব কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। এতে বালকদের মধ্যে চিরিরবন্দর থানা এবং বালিকাদের মধ্যে কোতয়ালী থানা চ্যাম্পিয়ন হয়।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা পুলিশ ও কাবাডি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় শুক্রবার দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালকদের মধ্যে চুড়ান্ত খেলায় প্রতিদ্ব›িদ্বতা করে বীরগঞ্জ থানা বনাম চিরিরবন্দর থানা। খেলায় ৯ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় চিরিরবন্দর থানা। বালিকাদের মধ্যে চুড়ান্ত খেলায় প্রতিদ্ব›িদ্বতা করে চিরিরবন্দর থানা বনাম কোতয়ালী থানা। খেলায় ২৬ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় কোতয়ালী থানা।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনে পদাধিকার বলে সভাপতি হচ্ছেন পুলিশের আইজিপি। সারাদেশে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ের খেলাটিও দিনাজপুরে অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাবাডি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. কামরুজ্জামান।আলোচনা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন ৪টি দলের খেলোয়াড়দের হাতে সনদপত্র, মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, কোতয়ালী থানার ওসি মতিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানান, প্রতিভাবান খেলোয়াড় খুজে বের করতে আমাদের এই আয়োজন। জেলা পর্যায়ে যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ বালকদের মধ্যে ৮টি দল অংশ নেয়, দলগুলো হচ্ছে- কোতয়ালী থানা, নবাবগঞ্জ থানা, বীরগঞ্জ থানা, পার্বতীপুর মডেল থানা, চিরিরবন্দর থানা, হাকিমপুর থানা, ফুলবাড়ী থানা ও খানসামা থানা। বালিকাদের মধ্যে ২টি কোতয়ালী থানা ও চিরিরবন্দর থানা অংশগ্রহণ করে।
খেলা পরিচালনা করেন কাবাডি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও প্রথম শ্রেনির রেফারি মো. কামরুজ্জামান।তাকে সহযোগিতা করেন ফেডারেশনের প্রথম শ্রেনির রেফারি মো. আনোয়ারুল ইসলাম, মহসিন আলী, সামসুল হক, আব্দুল লতিফ, মোরশেদুল আলম, রাশেদুল ইসলাম, শাহ আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোটা পদ্ধতি সংস্কার দাবিতে মহাসড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ^ সংগীত দিবস পালিত

হরিপুরে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনাস্থল থেকে মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ মাদক ব্যবসায়ী আইরীন আটক

সেতাবগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন পৌর মেয়র

বীরগঞ্জে এডিপির সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

রাণীশংকৈলে বর্ষা এলেই বাড়ে ছাতা কারিগরদের কদর

চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল বন্ধ ও রাস্তা পুনঃনির্মাণের দাবীতে মানববন্ধন

হিলিতে কমেছে কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা