Wednesday , 5 February 2025 | [bangla_date]

দিনাজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমানের নাম ঘোষণা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: জাতীয় সংসদের-৬ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এর সংসদীয় আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি -২০২৫)
দিনাজপুরের বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে বিকাল ৩ টায় দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রোকনদের নিয়ে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন তাদের দলীয় প্রার্থী হিসাবে বীরগঞ্জের কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য, তুরাগ থানার আমির, দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমানের নাম ঘোষণা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামাতের সেক্রেটারি ডঃ মুহাদ্দিস এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, বীরগঞ্জ উপজেলা জামাতের আমির কারী আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম.কাওসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ সভাপতি রাশেদুন্নবী বাবু, সহ সেক্রেটারি এস.এম হাদীউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য ইতিপূর্বে, ৮ ডিসেম্বর দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াতের দলীয় প্রার্থী শীতলাই মাদ্রাসার প্রভাষক, দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, বীরগঞ্জ উপজেলার উত্তরের আমির মাওলানা মোঃ খোদা বখস সড়ক দুর্ঘটনায় নিহত হলে পদটি শূন্য হয়ে যায়। তার মৃত্যুর পর অদ্য সম্মেলনের মাধ্যমে মতিউর রহমানকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এ সময় দলীয় প্রার্থী মতিউর রহমান তার বক্তব্যে মাওলানা হানিফ ও মাওলানা খোদার বক্স কে স্মরণ করে বলেন, তৃণমূল পর্যায়ে মানুষ জামায়াতের নেতৃত্ব দেখতে চাচ্ছে, যা আমাদের উৎসাহিত করছে। দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে প্রতিটি গ্রাম, ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ করে সাবেক এমপি মরহুম কাফি সাহেবের আসন পুনরোদ্ধারের চেষ্টা করবেন। তৃণমূলে ঘুরলে গ্রামের মানুষ যে ধরনের সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলো শুনতে পারবেন। যার কারণে মানুষ খুব কাছে চলে আসবে। মাঠে যত বেশি দৌড়াবে, মানুষের আগ্রহ তত বাড়বে। যার কারণে মানুষ খুব কাছে চলে আসবে। মানুষের স্বপ্ন জামায়াতে ইসলামী বাস্তবায়ন করতে পারবে।

নাম ঘোসনার পরে জামায়াত ও শিবির কর্মিরা প্রার্থী মতিউর রহমানকে নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল শেষে বীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মতিউর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কমরেড আনোয়ারুলের প্রয়াণে শোক সভা

খানসামায় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর পরিবার

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

দিনাজপুরে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবের নাটক “রাজা অনুস্বারের পালা”

পঞ্চগড়ে ভাঙ্গামালী ব্রিজের পানি প্রবাহে প্রতিবন্ধকতা স্থায়ী জলাবদ্ধতার শংকায় দুই গ্রামের শতাধিক পরিবার

রাণীশংকৈলে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

বীরগঞ্জে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত-৪ নিহত-১