পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। ক্যাম্পের দিনব্যাপী নানা কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার(অঃ দাঃ) এন এম ইসফাকুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি শিক্ষক খালেকুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জালাল সাজু, কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক, সিংগারোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউটসরা উপস্থিত ছিলেন। শেষে স্কাউটসদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।