Saturday , 8 February 2025 | [bangla_date]

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে কোর্টের নাজিরসহ দুই জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল ( ৬ ফেব্রুয়ারী২০২৫) বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া মৌজা আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটেছে।

জেলা জজ কোর্টের নাজির তোফায়েল হোসেন পুলিশ ফোর্স নিয়ে সহকারী জজ আদালতের ১/২০২৪ নম্বর বাটোয়ারা মামলার ডিক্রি জারি করার জন্য সিংড়া মৌজায় সরজমিনে এসে আবাদি ভুট্টা ক্ষেত হ্যারোর সাহায্যে মেরে দিয়ে বাদিকে দখল বুঝিয়ে দেয়ার চেষ্টা করতে গিয়ে। ওই এলাকার
আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নারী-পুরুষ একজোট হয়ে তীর ধনুক ও লাঁঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় এবং প্রতিহত করে। এতে কোর্টের নাজির তোফায়েল হোসেন এবং ঢুলি নুরুজ্জামান আহত হয়।

নিয়োজিত পুলিশ বাহিনী অবস্থার বেগতিক বুঝতে পেরে পিছু হাঁটতে বাধ্য হয়। তারা ঘটনাটি অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর কে অবগত করেন।

বিক্ষুব্ধ আদিবাসীরা অভিযোগ করে জানান, আদেশ যাই হোক না কেন, আবাদি ফসল হ্যারো দিয়ে নষ্ট করা হলো কেন?

তাছাড়া বাদি সোমাই হাসদা ওরফে পারকানা তার অংশের জমি ইতোপূর্বেই বিক্রি করে দিয়েছে, সে আদালত কে সঠিক তথ্য না দিয়ে ভুল বুঝিয়ে তর্কিত রায় বলে এমন অরাজকতা সৃষ্টি করেছে। যা সম্পুর্ন বেআইনি।

আহত নাজির তোফায়েল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দিনাজপুর সহকারী জজ আদালত (বীরগঞ্জ)’র ঐ মামলার আদেশ তামিল করতে এসে হামলার শিকার হন তারা।

হামলাকারীরা তাদের দুইটি মোটরসাইকেল ও হালের ট্রাক্টর আটক করেছিল পরে ইউপি সদস্য আমির আলীর মাধ্যস্থতায় ফেরত দিয়েছে।

সিংড়া মৌজার ১৫৭, ১৫৯ দাগসহ মোট ১৩টি দাগে প্রায় ১২ একর জমিতে ঐ আদেশ তামিল করতে এসে ছিলেন, সঙ্গে ঢুলি অন্যান্য স্টাফ এবং বেশ কয়েকজন পুলিশ অফিসারসহ ১১ জন অস্ত্রধারী পুলিশ ছিল।

তুমুল সংঘর্ষের সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে সকলকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করেন।

কোর্টের আহত নাজির তোফায়েল ও ঢুলি নুরুজ্জামান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই দিনাজপুরে ফেরত পাঠানো হয়।

এ ব্যপারে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অনাকাংখিত, অপ্রত্যশিত, দুঃখ জনক, বড় রকমের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি-গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠিত

বোচাগঞ্জে এক নারীকে কুপিয়ে জখম আটক-১

বোচাগঞ্জে এক নারীকে কুপিয়ে জখম আটক-১

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

বোচাগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী আফজালুল আনামের গণসংযোগ

আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই —— রাণীশংকৈলে এপি হাফিজ উদ্দীন আহম্মেদ

ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন

তেঁতুলিয়ার অস্তিত্ব হারাচ্ছে ডাহুক নদী

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

অফিস ম্যানেজমেন্ট কর্মশালায় রাণীশংকৈলের মাহমুদুল দ্বিতীয়

বোচাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন সেমিনার