Saturday , 22 February 2025 | [bangla_date]

বীরগঞ্জে শিমুলের সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নতুন সাজে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে রঙিন সাজে। গাছে গাছে রঙিন ফুল আর কোকিলের কলতান। সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্য রকমভাবে সাজিয়েছে শিমুল ফুল। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের পথে-প্রান্তরে, মাঠঘাটে, পুকুরপাড়ে, মসজিদের ধারে, বিভিন্ন উদ্যানে, বাড়ির আঙিনাসহ বিভিন্ন জায়গায় ফুটছে রক্তিম আভা ছড়ানো শিমুল ফুল। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় সেই গানের লাইনটি ‘বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে।’
উপজেলায় বিভিন্ন এলাকার রাস্তার দুপাশে, পুকুরপাড়ে শিমুলগাছে ফুল বাতাসে দোলা খাওয়ার দৃশ্য দেখা যায়। যা পথচারীসহ দর্শনার্থীদের মন কাড়ছে। তাছাড়া গাছে গাছে আসতে শুরু করেছে নতুন পাতা। স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দিচ্ছে নতুন লগ্নের।

জানা গেছে, শিমুলগাছের বৈজ্ঞানিক নাম বোমবাক্স সাইবা লিন। বীজ ও কাণ্ডের মাধ্যমে এর বংশ বিস্তার হয়। প্রাকৃতিকভাবেই শিমুলগাছ বেড়ে ওঠে। শিমুলগাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না এই গাছে রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিকভাবে ও বেশ গুরুত্ব বহন করছে। প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুলগাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। আয়ুর্বেদিক চিকিৎসকরা এখনো নানা রোগের চিকিৎসায় এ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে। তবে ক্রমেই হারিয়ে যাচ্ছে এ গাছটি। আজ থেকে এক দশক আগেও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় শিমুলগাছ দেখা গেলেও এখন আর যেখানে-সেখানে চোখে পড়ে না।

উপজেলার মরিচা ইউনিয়নের মাহতাবপুর গ্রামের বাসিন্দা রতন রায় বলেন, বীরগঞ্জ গোলাপগঞ্জ রোডে বেশ কয়েকটি রয়েছে। এই
শিমুল ফুলের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করবে যে কাউকে। শিমুলগাছের পাশ দিয়ে গেলে মনটা একদম জুড়িয়ে যায়। এই সৌন্দর্য বর্ণনা করা কঠিন। আমাদের সকলের উচিত এই শিমুলগাছ না কেটে এটাকে সংরক্ষণ করা।

দক্ষিণ পাল্টাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব লাবু বলেন, ‘আগে প্রায় সব জায়গায়ই শিমুলগাছ দেখা যেত। প্রকৃতির এই অপরূপ চিত্র এখন হারিয়ে যেতে বসেছে। আমাদের পরিবেশকে আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি। আমাদের পরিবেশ রক্ষার্থে হলেও শিমুলগাছ কাটা থেকে আমাদের বিরত থাকতে হবে।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুলগাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। শিমুলের ইংরেজি নাম সিল্ক কটন ট্রি। এই গাছকে টিকিয়ে রাখতে হবে। বসন্তের স্মারক শিমুলগাছ রোপণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১০ মে, আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন ও প্রশিক্ষণ ভাতা বিতরণ

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের ভাবনা বিষয়ক কর্মশালা

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লীগের চ্যাম্পিয়ন ‘ভলিবল ফ্রেন্ডস’

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট : ৯০ দিনের মধ্যে নির্বাচন

পীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে অবহিত করণ সভা

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের বিকল্প নেই

হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী ১২শ হেক্টর জমি