Monday , 10 February 2025 | [bangla_date]

সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হাবিপ্রবির ভেটেরিনারি হাসপাতালে

হাবিপ্রবি সংবাদদাতা\ পর্যাপ্ত জনবল এবং আধুনিক চিকিৎসা সামগ্রীর অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে না দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালে।
কম্পিউটার অপারেটর, প্রশাসনিক কর্মকর্তা, স্টোর কিপার, পরিচ্ছন্নতাকর্মী পদে জনবল নেই হাসপাতালটি তে।ফলে বেশিরভাগ কাজ সামলাতে হচ্ছে হাসপাতালটির দায়িত্বশীলদের কয়েকজনকে। পর্যাপ্ত জনবলের অভাবে দ্রæত সময়ের মধ্যে সার্জারিসহ অন্যান্য চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয়না এখানে।
ভেটেরিনারি টিচিং হাসপাতালের ক্রয় কমিটির সদস্য সচিব ডা. মো. হান্নান আলী জানান, পর্যাপ্ত জনবল না থাকলে কাজে ব্যাঘাত ঘটে। তবু লোকবল সংকটের পরেও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এখানকার চিকিৎসকেরা।
তিনি আরো জানান, জেলা-উপজেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে জটিল সমস্যার চিকিৎসায় এখানে রেফার্ড করা হয়। অথচ এখানে আধুনিক ওটি কিংবা ডায়াগনস্টিক ল্যাব নেই। একইসাথে বিশ্ববিদ্যালয় থেকে কিছু ওষধ সরবরাহ করা হলেও বেশিরভাগ ওষুধই বাইরে থেকে সংগ্রহ করতে হয় রোগীর মালিককে।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী জুবাইর আল ফুয়াদ বলেন, হাসপাতালে উপযুক্ত ইন্সট্রæমেন্ট সংকট রয়েছে। শিক্ষার্থীরা কিট বক্স অনেক দেরীতে পাওয়ায় প্র্যাকটিস করতে পারেনা। এছাড়াও ওটিতে লাইটিং সমস্যা ও পর্যাপ্ত ফ্যাসিলিটিস নেই এবং এক্স-রে মেশিন পুরোপুরি কার্যকর নয়।
এবিষয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন-উর-রশীদ বলেন, জনবল নিয়োগের জন্য আমরা একটি প্রস্তাবনা প্রস্তুত করেছি। বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করবো। একইসাথে প্রজেক্টের মাধ্যমে হাসপাতালটির আধুনিকায়ন করার চেষ্টাও করে যাচ্ছি।
উল্লেখ্য,প্রাণীর কৃত্রিম প্রজনন, ভ্যাক্সিনেশনসহ প্রায় সকল প্রকার চিকিৎসা দেওয়া হয় এ হাসপাতালটিতে। ২০২৪সালে দুইটি আউটডোর ক্যাম্পেইনসহ এ হাসপাতাল থেকে দেড় হাজারের অধিক পশু-পাখির চিকিৎসা প্রদান করা হয়। এবছর জানুয়ারি মাসে ৭৩টি প্রাণীকে চিকিৎসা সেবা দিয়েছে ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিকিৎসকেরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিনামূল্যে আইনী সহায়তা প্রদান সভায় সিনিয়র সহকারী জজ বর্তমান সরকার ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে

বীরগঞ্জে পল্লীতে ভেষজ চিকিৎসার নামে চলছে প্রতারণা, চলছে জ্বিনের বাদশার ভেলকিবাজী

বোচাগঞ্জে নার্সারীতে স্বাবলম্বি শিক্ষক রইছউদ্দীন

বীরগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক আদিবাসীর মৃ-ত্যু

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার

দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা

কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ

শিক্ষার্থীদের ইউনিক আইডিই তাদের জাতীয় পরিচয় নম্বর পত্র হবে —রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা