Saturday , 22 March 2025 | [bangla_date]

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়, নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলামান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর বা ঈদ কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। ঈদের দিন যত ঘুনিয়ে আসছে, কাপড়ের দোকান ও গার্মেন্টস দোকানগুলোতে ততই ভীড় বাড়ছে। দেখা গেছে, পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম অনেক হারে বেশী মার্কেট গুলোতে। সকাল ১০ টার পর থেকেই রাত সাড়ে ৯ টা পর্যন্ত কাপড়ের মার্কেট গুলোতে কেনা-কাটায় ব্যস্ত সময় অতিবাহিত করছে ক্রেতা ও বিক্রেতারা। এদিকে কাহারোল উপজেলা সদর সহ ছয়টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার গুলো ঘুরে দেখতে গিয়ে জয়নন্দ বাজার ও বলেয়া বাজারে কাপড় ব্যবসায়ী জুয়েল এবং আরমানের সাথে কথা হলে তারা জানান, গত বছরের চেয়ে এবছর কাপড় ক্রেতারা তাদের পছন্দনীয় পোশাক ক্রয় করার জন্য দিনের বেলার চেয়ে রাতের বেশি ভীড় পরিলক্ষিত হচ্ছে এর ফলে বেচা-বিক্রিও অনেকটাই ভাল হওয়ায় মনের আনন্দে দোকানদারী করছি আমরা ব্যবসায়ীরা। কয়েকজন কাপড় ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, আমাদের বছরের প্রথম ঈদ হচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদে পরিবারের ছোট বড় সবাই মিলে নতুন জামা ক্রয় করে থাকি প্রতিবছরই। কিন্তু গত বছরের চেয়ে এবছর পছন্দনীয় পোশাকের দাম অনেক হারেই বৃদ্ধি পেয়েছে। এর ফলে গরীব ও মধ্যবিত্তরা পোশাক ক্রয় করতে হিমসিম খাচ্ছে। এই ঈদকে সামনে রেখে গার্মেন্টস ও থান কাপড় ব্যবসায়ীরা গতবছরের লোকসান এবছর পুষিয়ে নেওয়ার আশা করছে অনেকেই। কাপড় ব্যবসায়ীরা ঈদ কে সামনে রেখে বিভিন্ন ডিজাইনের পোশাক দোকানের সামনে ক্রেতাদের আকর্ষণের জন্য টাঙ্গিয়ে রেখেছেন। কাহারোলে বর্তমানে ঈদ মার্কেট গুলোতে দিন দিন উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। তবে এবার পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম হচ্ছে ঈদের মার্কেটগুলোতে। অনেক ক্রেতা তাদের পছন্দের পোশাক ক্রয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী ক্রয় করতে দেখা যাচ্ছে। ঈদ কে সামনে রেখে কাহারোলের সর্বত্রই দিন দিন জমে উঠছে ঈদের বাজার। অপরদিকে কাহারোল উপজেলায় ঈদ কে সামনে রেখে অবিরাম ভাবে দর্জির দোকানগুলোতে চলছে পোশাক তৈরীর কাজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কমল মতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানীভাতা না পাওয়ায় অসহায় ভাবে জীবন যাপন করছেন —সালমা

চিরিরবন্দরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা

জুলাইয়ের মাঝামাঝি ৪ আসনে উপ-নির্বাচন

বীরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলা-মামলা প্রতিরোধে সভা

স্বত্ব ভোগদখলীয় সম্পত্তি জোবর দখলের অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরে সংবাদ সম্মেলন

স্কুল শিক্ষক নিখোঁজের ২২ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা