Friday , 28 March 2025 | [bangla_date]

ড্যাব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর দিনাজপুর মেডিকেল কলেজের ১নং লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোঃ হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাব জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ মোঃ সাদেক আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ মোঃ নুরুজ্জামান সরকার।
আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল মাহফিলে ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য ডাঃ জাহানারা বেগম মুন্নি, ডাঃ আফম মোস্তফা সরকার, ডাঃ ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ বুলন্দ আক্তার টগর, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ সারোয়ার মোর্শেদ, ডাঃ মশিউর রহমান, ডাঃ আহসানুল কবির, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ রইচ উদ্দীন আহমেদ, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডাঃ মোঃ আহসান আলী সরকার বকুল,মেডিকেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইনটার্ণ চিকিৎসক পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ডাঃ মোঃ হাদিউজ্জামান সেতু।
এর আগে ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গরিব অসহায় রোগি ও তাদের স্বজনদের মাঝে ইফতারসামগ্রি বিতরণ করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ মোঃ সাদেক আলী। এসময় ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডাঃ হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডাঃ মোঃ জিয়াউল হকসহ ড্যাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

তফশিল ঘোষণার পর জ্বালাও পোড়াও করা হলে জনগণ তা প্রতিহত করবে —— নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা

হরিপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময়

বোচাগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

হরিপুরে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

হাবিপ্রবিতে “বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষতা ও বর্তমান প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা

পঞ্চগড়ে জাপপা’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত