Friday , 7 March 2025 | [bangla_date]

দিনাজপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগের কারখানায় ভয়াবহ আগুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের দিনাজপুর কার্যালয়ের মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল দিনাজপুর শহরের বালুবাড়ী বিক্রয় ও বিতরণ বিভাগ-২এর আঞ্চলিক মেরামত কারখানায় এ অগ্নিকাÐ ঘটে। বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত ৪টি বড় ট্রান্সফরমার।
জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে জেলা শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় অগ্নিকাÐের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে সেখানে দায়িত্বরতরা ফোনে বিষয়টি ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানান।
এ দিকে অগ্নিকাÐের ঘটনা জানার পরই পুলিশ সুপার মারুফত হুসাইনসহ সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, আগুনের ফলে ওই স্টেশনের পুরনো ৪টি বড় ট্রান্সফরমার পুড়ে গেছে; যার মূল্য ১০ লাখ টাকা। অফিস থেকে চলে যাওয়ার পর বিকেল ৪টা ১৯ মিনিটে আমার কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গেই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ৩টি ইউনিট এসে কাজ শুরু করি। কারখানার ভিতরে তেলের ড্রাম বিস্ফোরণ ঘটে ভয়াবহতা বাড়ে। আগুনের ভয়াবহতা দেখে আরও ৩টি ইউনিট এসে কাজ করে এবং দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট তৃতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

খানসামায় একই পরিবারে দুই প্রতিবন্ধী; বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন

বোচাগঞ্জে সায়মা পারভেজ রিসোর্টের শুভ উদ্বোধন

কাহারোলের এবার ১০৬টি মন্ডপে দূর্গা পূজা

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর ইনষ্টিটিউটের নির্বাচনে আব্দুস সামাদ সভাপতি ও সুনীল চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জ পৌরসভার পৌনে ৭ কোটি টাকা বাজেট ঘোষনা

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি