Tuesday , 11 March 2025 | [bangla_date]

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দিনাজপুর এর আয়োজনে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫” উদযাপন করা হয়েছে।
উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের বর্ণাঢ্য র‌্যালী। দিনাজপুর বড় মাঠে আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি পুলিশ ইন্সপেক্টর পরিমল চক্রবর্তী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওবায়দুল হক। উক্ত অনুষ্ঠানে জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয়, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যবৃন্দ, রোভার স্কাউটবৃন্দ অংশ নেন।
দ্বিতীয় পর্বে ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্সের তত্ত¡াবধানে এক মনোমুগ্ধকর ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শন করা হয়। ইভেন্ট সমূহের মধ্যে ছিল ড্র্রাম ও গ্যাস সিলিন্ডারের আগুন, ভূমিকম্পের দৃশপট, সড়ক দূর্ঘটনা, কুঁড়েঘরের আগুন, গাছের ডালে পাগল উদ্ধার, বৃত্তের আগুন, নজেল ডিসপ্লে, ফাস্ট এইড।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” ¯েøাগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকাÐ প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কমল চন্দ্র রায় ও স্টেশন লিডার আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।
বীরগঞ্জ
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের লিডার শহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদের চত্বর হতে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়-ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে অগ্নি-নির্বাপক মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালি বের হয়।র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল আহমেদ, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা

রাণীশংকৈল উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার।

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকা ১৪, স্বতন্ত্র ৬ জয়ী। বিস্তারিত জানতে টাচ করুন

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি’ কমিটি গঠনের লক্ষ্যে সভা

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদুল আযহার নামাজ আদায়

বীরগঞ্জে নিজের বিয়ের নিমন্ত্রণ দিতে এসে লাশ হয়ে ফিরলো যাদব

কাহারোলে বট-পাকুড়ের বিয়ের অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১১৯টি মন্ডপে সরকারী অনুদান বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতীর ধর্ষণকারীকে আটক–১

চিরিরবন্দরে শিয়ালের কামড়ে এক ব্যক্তি আহত