Monday , 10 March 2025 | [bangla_date]

পঞ্চগড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রবিউল ইসলাম রবি (১৮) নামের এক যুবককে বেধড়ক মারধরের পর মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জিসান ইসলাম রহমতকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর যৌথ টিম ঢাকার সাভার থানার ঝাউচড় বাজার এলাকায় সিদ্দিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে জিসানকে গ্রেফতার করে। পরে গত শুক্রবার ভোরে জিসানকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে গতকাল শনিবার র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন। জিসান ইসলাম রহমতকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, গত ১৯ ফেব্রæয়ারী দুপুরে রবিউল তার পাওনা ৬শ টাকা ফেরত নিতে গেলে মাগুড়া ইউনিয়নের নয়নীবুরুজ উচ্চ বিদ্যালয়ের সামনে ঝলইহাট-কালিয়াগঞ্জ সড়কে জিসানসহ কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তার বাম চোখে ইট দিয়ে আঘাত করা হয় এবং গলা চিপে শ্বাসরোধ করা হয়। গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে প্রথমে বাড়িতে পাঠায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য রওনা হয়। কিন্তু পথিমধ্যে দেবীগঞ্জ পৌঁছালে রবিউল আরও অসুস্থ হয়ে পড়লে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২১ ফেব্রæয়ারী রবির মামা জয়নাল ইসলাম বাদী হয়ে জিসান ইসলাম রহমতকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা গা ঢাকা দেয়। এ ঘটনায় র‌্যাব-১৩ প্রধান আসামীকে গ্রেফতারের জন্য কাজ শুরুকরে। পরে অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে জিসানকে গ্রেফতার করে র‌্যাব-১৩।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর সহযোগিতায় হত্যা মামলার প্রধান আসামী জিসান ইসলাম রহমতকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সব স্বীকার করায় রিমান্ডের প্রয়োজন হয়নি। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতরে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হারিয়ে যেতে বসেছে পুষ্টি সমৃদ্ধ কচু, কমেছে চাষাবাদ !

ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর লিলি হত্যাকান্ডে ২১ দিনেও কুল কিনারা হয়নি

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেনের গণসংযোগ-জনগণের ব্যাপক সাড়া

বীরগঞ্জে যত্রতত্র বিক্রি হচ্ছে মাংস

বিএনপি ক্ষমতায় গেলে চাকুরী জাতীয়করণসহ শিক্ষক কর্মচারীদের সকল যৌক্তিক দাবী মেনে নেয়া হবে -ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

রাণীশংকৈলে ভুমি সেবা সপ্তাহের উদ্ভোধন !

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

পীরগঞ্জে বিকাশ দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে তিন লাখ টাকা চুরি

আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল