Friday , 14 March 2025 | [bangla_date]

বাম মোর্চার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল

নারী নির্যাতন-ধর্ষণ-মব সন্ত্রাস বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রæত জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুর জেলা বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা।
বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দিনাজপুর প্রেসক্লাব থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ন সিনেমা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির জেলা সম্পাদক কমরেড ইকবাল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদের জেলা সমন্বয়ক কমরেড কিবরিয়া হোসেন ও বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা আহŸায়ক কমরেড মনিরুজ্জামান মুনির প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও