Friday , 28 March 2025 | [bangla_date]

মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রচারের হুমকি অপরাধির বিচার চেয়ে দিনাজপুরে অসহায় গৃহবধু‘র সংবাদ সম্মেলন

মোবাইল ফোনে গোপনে ভিডিও করে ফেসবুকে প্রচারের হুমকি দিয়ে দিনাজপুরে এক গৃহবধু‘র নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে সন্ত্রাসীরা। অন্যথায় ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিচ্ছে সন্ত্রাসী শান্ত ও তার বাহিনীর সদস্যরা।
২৭ মার্চ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিওকারী সন্ত্রাসী শান্ত ও তার বাহিনীর দৃষ্টান্তমুলক কঠোর শাস্তি করলেন দিনাজপুর সদরের পশ্চিম রামনগর মহল্লার অসহায় গৃহবধু নাজিয়া কুমকুম। এসময় তিনি লিখিত বক্তব্যে আরো দাবী করে বলেন,আমাদের বাড়ির পার্শ্বের প্রতিবেশির সন্ত্রাসী ও বখাটে সন্তান শান্ত মোবাইল ফোনে আমার বাড়ির ভেন্টিলেটার দিয়ে গোপনে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ধারন করেছে। ওই ভিডিও করার পর থেকে কিছুদিন যাবত মো: শান্ত আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। ফেসবুকে আমার ভিডিও‘র ছবি ভাইরালের হুমকি দিয়ে সে আমাকে কিছুদিন ধরে বøাকমেইল করতে শুরু করে ।

এব্যাপারে আমি সমস্ত বিষয় আমার শশুড় ও স্বামীকে জানালে তারা এমন জঘন্য কাজ কেনো করা হয়েছে এর প্রতিবাদ করেন। এরপরই পশ্চিম রামনগর মহল্লার মো: রজ্জব আলীর পুত্র মো: শান্ত,মৃত ভুটুরু‘র পুত্র মো: আকতার আলী নাইয়া,মৃত সাধুলের পুত্র মো: রজ্জব আলী,মো: ফরহাদ হোসেনের পুত্র মো: ফিরোজ,মো: সেলিমের পুত্র মো: ফয়সাল,মৃত মাইন উদ্দীনের পুত্র মো: ফরহাদ হোসেনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ সন্ত্রাসী গত ২৫/০৩/২৫ ইং তারিখ সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে আমাদের বাসার সামানে আমার শশুড়ের উপর হামলা চালায় এবং নির্দয়ভাবে তাকে পেটাতে থাকে এবং কুপিয়ে আহত করে।
এসময় আমার স্বামী তার পিতাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাকেও তারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করেছে। একই ভাবে আমার শাশুড়িকেও তারা পিটিয়ে আহত করেছে। বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন রয়েছে। আমি গোপনে ভিডিও ধারন ও সন্ত্রাসী হামলার এইঘটনায় উল্লেখিত সন্ত্রাসীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী এজাহার দায়ের করেছি। সন্ত্রাসীরা আমার স্বামী ,শশুড় ও শাশুড়িকে আহত করায় তারা মেডিকেলে চিকিতসাধীন থাকায় আমি চরম নিরাপত্তাহীনতা হয়ে পড়েছি। আমি অসহায় একজন গৃহবুধু হিসেবে প্রশাসনের কাছে সন্ত্রাসী শান্তসহ তার বাহিনীর সকলকে গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক কঠোর শাস্তি দাবী করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও চতুর্থ স্কাউট সমাবেশ

রাণীশংকৈলে নেকমদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা চাউলকল মালিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন- আলতাফুর সভাপতি ফরহাদ সম্পাদক নির্বাচিত

দিনাজপুর সদর হাসপাতালের সাবেক সার্জন ডা. আনোয়ারুল হকের ইন্তেকাল

বিরামপুরে গাঁজার গাছসহ তরুণকে আটক

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সাপ্তাহিক ছুটি দুই দিন, এসএসসিতে পাঁচ বিষয়ে পরীক্ষা,

বীরগঞ্জে একইদিনে দুইজনের আত্নহত্যা

পঞ্চগড়ের তেতুলিয়ায় একই চা-বাগানে হচ্ছে মাল্টা , চায়ের চেয়ে লাভবান হচ্ছে চাষিরা

বীরগঞ্জে বিএনপির সভাপতি মনজুরুল কে ফুলের শুভেচ্ছা-নবগঠিত শ্রমিক দলের