Sunday , 16 March 2025 | [bangla_date]

১৬ বছরে বাংলাদেশ প্রতিদিনের ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কল্যানে ও উন্নয়নের কথা বলবে

সর্বজন স্বীকৃত ও সত্যিকার অর্থে তার নিজস্ব স্বকীয়তা যোগ্যতার কারণে বাংলাদেশে সর্বাধিক প্রচারিত একটি পত্রিকা বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের কল্যানে বাংলাদেশ প্রতিদিন প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার মাসে প্রতিষ্ঠিত হয়ে স্বাধীনতার চেতনার পক্ষে কাজ করার চেষ্টা করে। আজ জনপ্রিয় পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দিনাজপুরে উন্নয়নে ও অগ্রগতির জন্য দিনাজপুরের মানুষ এক ও অভিন্ন। আর এটি সব সময় তুলে ধরেছে এই পত্রিকাটি। বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কল্যানে ও উন্নয়নের কথা বলবে এই প্রত্যাশা করি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা বলে। দিনাজপুরে যে সব উন্নয়ন এখনও দৃশ্যমান তা একমাত্র বিএনপির আমলেই হয়েছে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দিনাজপুরের আরও ব্যাপক উন্নয়ন করা হবে।
দেশকে ভালোবাসি, দিনাজপুরকে ভালোবাসি এই দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দিনাজপুরের উন্নয়নে সবাই একসাথে কাজ করতে এগিয়ে আসার আহবান জানান।
শনিবার সন্ধায় ইফতার পূর্বক অনুষ্ঠানে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬বছরে পদার্পন উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিলের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে দেশ ও দেশের মানুষের জন্য মোনাজাত করেন আব্দুল আলিম।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে সেক্টেটারী ড. এনামুল হক, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গোলিয়া, বিপ্লবী কমিনিউস্টলীগের কেন্দ্রীয় সদস্য মোশাররফ হোসেন নান্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম,শিক্ষক ফেডারেশন কর্মচারী ইউনয়নের গোলাম মওলা, বিএনপি তাতীদলের মাহফুজ হোসেন, দিনাজপুর সদর বসুন্ধরা শুভসংঘের সভাপতি-সাধারন সম্পাদকসহ বন্ধুরা, প্রমুখসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোক্তাদের সফলতার গল্প প্রকাশের পর অনেকের ভাগ্যবদল হয়েছে। অর্থনেতিকভাবে লাভবান এবং স্বাবলম্বী হয়েছেন কিংবা ব্যবসায় প্রসার ঘটেছে। এমন কয়েকজন সফল উদ্যেক্তা বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে অনেকে শুভেচ্ছা জানিছেন তাদের মধ্যে নারী উদ্যোক্তা উম্মে মরিয়ম, সফল উদ্যোক্তা ও মধুর জেলা রূপান্তরে কাজ করছে উত্তরবঙ্গ মৌ চাষি সমিতির সদস্য মোসাদ্দেক হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে রংধনু বহুমুখী সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে  “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে  খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার

সংবাদ ও নাটকে কাজ করছেন ট্রান্সজেন্ডার দুই নারী

নির্মাণ মিন্ত্রী শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি বাতিল ও দ্রæত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

হাকিমপুরে মূল্য তালিকা না থাকায় জরিমানা

হাবিপ্রবি ক্যাম্পাসে গানের তালে পিঠা উৎসব !

দিনাজপুরে রাজাপুকুর কাউগাঁ মোড় মহাসপ্তমীতে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন রণজিৎ কুমার রায়

দেশ আলোড়িত সেই ইয়াসমিন ট্রাজেডি আজ বৃহস্পতিবার

লম্বা ছুটি শেষে স্কুল খুলতেই বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা