Wednesday , 16 April 2025 | [bangla_date]

চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি\চীনের অর্থায়নে বাংলাদেশে এক হাজার সয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি অবহেলিত উত্তরাঞ্চলে করার পক্ষে স্থাপনের আগ্রহ দেখিয়েছে। এ অবস্থায় ওই মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন চায় পঞ্চগড়বাসী। এ দাবিতে গত সোমবার বিকেলে পঞ্চগড়বাসীর ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি অ্যাড. একেএম আনোয়াররুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাড. আহসান হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর অথবা দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না। আমাদের নাগরিক দাবি মানসম্মত চিকিৎসা চাই। চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে। তাহলে ভূটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে। চিকিৎসা সেবা নিতে আসবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো। যদি হাসপাতালটি পঞ্চগড়ে করা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। আজ বুধবার সকাল ১১টায় জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গী মোড় এলাকায় গণজমায়েত হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের বরাবরে একটি স্মারকলিপি দেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করলেন সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কর্তৃপক্ষ

ছয় দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর এর শ্রদ্ধা নিবেদন

সফল খামারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এডিসি (শিক্ষা) স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নের বাজেট ঘোষনা

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

সিন্ডিকেট ভাংতে বোদায় শুরু হয়েছে নায্যমুল্যের বাজার

ঠাকুরগাঁও-৩ আসনে ৫ম বারের মতো নির্বাচিত হলেন জাতীয় পার্টির হাফিজউদ্দীন আহম্মেদ

ঠাকুরগাঁওয়ের তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত মানুষেরা !

বীরগঞ্জে এক মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড