Saturday , 5 April 2025 | [bangla_date]

মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, সমাজের উন্নয়নে দিনাজপুর জিলা স্কুল এক্স স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা,সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার আলো পৌছে দেওয়া এবং সমাজের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো দিনাজপুর জিলা স্কুল এক্স স্টুডেন্ট সোসাইটি। এ সংগঠন জিলা স্কুলের প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পাশ করা দেশ ও দেশের বাইরে থাকা সকল শিক্ষার্থীকে এক কাতারে আনার মেলবন্ধনে কাজ করবে।

শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে দিনাজপুর জিলা স্কুল এক্স স্টুডেন্ট সোসাইটির আত্বপ্রকাশ ও জিলা স্কুলের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে লিখিত বক্তব্য রাখেন, সোসাইটির সাধারন সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
দিনাজপুর জিলা স্কুলের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ বক্তব্যে তুলে ধরা হয় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা। সংগঠনের মূল উদ্দেশ্য হলো একে অপরকে সহযোগিতা করা এবং স্কুলের মানোন্নয়ন ও স¤প্রদায়ের কল্যাণে কাজ করা, সোসাইটিকে আরও কার্যকরী, প্রাসঙ্গিক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক ভ‚মিকা পালন করা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সাধারন সম্পাদক শামীম চৌধুরী বলেন, এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা, যারা নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান এবং সম্পদ দিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। পরবর্তীতে সোসাইটির ব্যানারে জাতীয় দিবস পালন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, প্রাক্তন সকল শিক্ষার্থীদের সাথে একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গড়ে তোলা। যেই প্লাটফর্মের মাধ্যম ঢাকায় স্থায়ী একটি কার্যালয় গড়ে তোলা হবে। সংগঠনের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের আহŸান জানানো হয় যারা এখনও দিনাজপুর জিলা স্কুল স্টুডেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত হননি সকলকে নির্দিষ্ট ফরমে রেজিষ্ট্রেশন করতে অনুরাধ জানানো হয়েছে।

প্রেসব্রিয়িংয়ের এক পর্যায়ে দিনাজপুর জিলা স্কুল এক্স স্টুডেন্ট সোসাইটির সভাপতি প্রাক্তন শিক্ষার্থী পিজি হাসপাতালের সাবেক ভিসি প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সকরের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় সোসাইটির সহ-সভাপতি এড, আব্দুল মজিদ, সহ-সভাপতি গোলাম নবী দুলাল, মোসাদ্দেক হোসেন পাপ্পু চৌধুরী, শাহ রেজাউর রহমান, জর্জিস আনাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ জিলা স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রাইস মিল সেক্টরে ধানের তুষের ছাইয়ের টেকসই ব্যবহার অন্বেষণে কর্মশালা

দিনাজপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

কাহারোলে শিক্ষার আলো ছড়াচ্ছে খালেদা আলম বিদ্যাপীঠ

রাণীশংকৈলে মুদি ব্যবসায়ী আবুল কাশেম মহাজন আর নেই

বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ট্রাঙ্কের ভিতর থেকে গাঁজা উদ্ধারসহ একজন আটক

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন

পঞ্চগড়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

আত্মীয়-স্বজন সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক প্রবীণ সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলামপীরগঞ্জের শিক্ষক ও প্রথম আলো প্রতিনিধি কাজী নরুল ইসলাম