Wednesday , 30 April 2025 | [bangla_date]

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদে আগুন, আটক-২

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে আগুনে পুড়ে গেছে অনেক গুরত্বপ‚র্ণ নথি পত্র। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে। এ ঘটনাটি পরিকল্পিত দাবী করে ইউপি সদস্যরা বলছেন সচিব পলাশ কুমার রায় পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
বুধবার স্বরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদে সচিবের কক্ষে আগুনে পুড়ে যাওয়া নথিপত্র পড়ে রয়েছে। অনেক মানুষ সেখানে জটলা বেধে বিভিন্ন সমালোচনা করছে। থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদে নৈশ্য পাহারায় দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ফজলু ও কম্পিউটার অপারেটর লিটনকে আটক করেছে পুলিশ।
পরিষদের এতগুলো কক্ষের মধ্যে শুধু সচিবের কক্ষে আগুনের বিষয়টি পরিকল্পিত বলছে ইউপি সদস্যরা। প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ,ইউপি সদস্য তফিজুল ইসলাম,আলাউদ্দীন,আক্কেল আলী, পেয়ারা খাতুন বুধবার এ প্রতিনিধিকে অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে আমাদের লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবরে ছিল । সে অভিযোগের তদন্ত আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে হওয়ার কথা ছিল। ঠিক ওই দিনই আগুনে নথিপত্র পুড়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক ভাবছে ইউপি সদস্যসহ স্থানীয়রা। ইউপি সদস্যরা আরো বলেন,গত রাত ১০টার দিকে সচিব পরিষদে এসে তাররুমে ছিল। সেখান থেকে গুরুত্বপ‚র্ণ কিছু নথি ও কম্পিউটার সরিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র প্রকল্পের ফাইলগুলো রাখা হয়েছিল সচিবের কক্ষে। বিষয়টি সন্দেহজনক দাবী করে ইউপি সদস্যরা বলেন,বিষয়টি ভালো করে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছে পরিষদের সদস্যরাসহ স্থানীয় জনতা।
এদিকে একটি মামলায় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জেলা কারাগারে থাকায় দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ বলেন, ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। আইনিভাবে যা করা প্রয়োজন তাই পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইউপি সচিব পলাশ কুমার রায় বলেন, তিনি গত রাত ১০টার দিকে এসে চলে গেছেন। পরে কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। তবে তার বিরুদ্ধে তোলা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন,প্যানেল চেয়ারম্যানকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে চাচাতো ২ ভাইয়ের জমজমাট লড়াই জমে উঠেছে !

বীরগঞ্জ পৌরসভা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আলিয়া ফেরদৌস জাহান

বীরগঞ্জে দুই দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি  পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের  পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

ভ্রাম্যমান পাঠশালা যাযাবরদের গন্তব্যহীন যাত্রা সাথী

রাণীশংকৈলে একশ’টি হুইলচেয়ার প্রদান

বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্চিত করার প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে শেখ রাসেল দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগের নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা