Monday , 28 April 2025 | [bangla_date]

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

হাকিমপুর প্রতিনিধি \ দিনাজপুরের হাকিমপুরের এক চালকলের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসুচীর প্রায় সাড়ে ৫টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলার আলিহাট ইউপির মনশাপুর বাজারের পাশে একটি রাইস মিল থেকে এই চালগুলো জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, থানা-পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০কেজি ওজনের ১৮০টি ভর্তি বস্তা ও ১০৪টি খালি বস্তা জব্দ করা হয়। অভিযানকালে চালকলের মালিক, তত্ত¡াবধায়ক বা পরিবারের কাউকে পাওয়া যায়নি। জব্দ করা চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তত্ত¡াবধানে রাখা হয়েছে।
দিনাজপুরের হিলিতে নিন্মআয়ের মানুষের জন্য ১৫টাকা কেজি দরে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ৫ টন চাল জব্দ করেছে প্রশাসন।
আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি সুবিধাভোগীদের হাতে চাল দেওয়া হয়। বিতরণের পর গুদামে চাল পাওয়া দুঃখজনক। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু বলেন, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল ব্যক্তি মালিকানাধীন গুদামে মজুত বেআইনি।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু চাল একটি রাইস মিলে মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজনসহ সেই স্থানে অভিযান চালানো হয়। এসময় একটি রাইসমিলের ভিতরে মজুদ অবস্থায় ১৮০বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। তবে সেখানে মজুদ রাখা চালের কোনো মালিক পাওয়া যায়নি। এই চালগুলো বিতরণের পর এইভাবে এখানে সরকারি বস্তায় মজুদ রাখা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। এ বিষয়ে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। মামলা হলে এই চালের মালিক কে বা কারা এবং এর সঙ্গে কারা জড়িত, সেটি পুলিশ খুঁজে বের করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে

পীরগঞ্জে মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন

দুর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন বীরগঞ্জে এবার পূজা হবে ১৫৯ মণ্ডপে

রাণীশংকৈলে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম সানুর শোক সভা

আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বীরগঞ্জে মানববন্ধন

বিশ্বকবির মহাপ্রয়াণ দিবস আজ

রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন মেয়র মোঃ মোশারফ হোসেন

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যার দিবস ঘোষনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন