Monday , 28 April 2025 | [bangla_date]

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

হাকিমপুর প্রতিনিধি \ দিনাজপুরের হাকিমপুরের এক চালকলের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসুচীর প্রায় সাড়ে ৫টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলার আলিহাট ইউপির মনশাপুর বাজারের পাশে একটি রাইস মিল থেকে এই চালগুলো জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, থানা-পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০কেজি ওজনের ১৮০টি ভর্তি বস্তা ও ১০৪টি খালি বস্তা জব্দ করা হয়। অভিযানকালে চালকলের মালিক, তত্ত¡াবধায়ক বা পরিবারের কাউকে পাওয়া যায়নি। জব্দ করা চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তত্ত¡াবধানে রাখা হয়েছে।
দিনাজপুরের হিলিতে নিন্মআয়ের মানুষের জন্য ১৫টাকা কেজি দরে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ৫ টন চাল জব্দ করেছে প্রশাসন।
আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি সুবিধাভোগীদের হাতে চাল দেওয়া হয়। বিতরণের পর গুদামে চাল পাওয়া দুঃখজনক। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু বলেন, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল ব্যক্তি মালিকানাধীন গুদামে মজুত বেআইনি।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু চাল একটি রাইস মিলে মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজনসহ সেই স্থানে অভিযান চালানো হয়। এসময় একটি রাইসমিলের ভিতরে মজুদ অবস্থায় ১৮০বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। তবে সেখানে মজুদ রাখা চালের কোনো মালিক পাওয়া যায়নি। এই চালগুলো বিতরণের পর এইভাবে এখানে সরকারি বস্তায় মজুদ রাখা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। এ বিষয়ে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। মামলা হলে এই চালের মালিক কে বা কারা এবং এর সঙ্গে কারা জড়িত, সেটি পুলিশ খুঁজে বের করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে সাহিত্যপত্র-৬ ও ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বোচাগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

ইউএনও’র অপসারণের দাবিতে পার্বতীপুরে অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশের জন্য আগামী প্রজন্মকে র্স্মাট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী হিমান ম‚র্ম‚ নার্সারি, হস্তশিল্প, কুটির শিল্প ও মৃৎশিল্পে দিনাজপুরের তরুণের সাফল্য

জরুরী সংস্কার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল : দুর্ঘটনার আশংকা

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টী পরিবারে প্রানিসম্পদের উদ্যগে বকনা বিতরন

৮ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ১০ দিনে বিপুল পরিমাণ মাদক সহ আটক -১৩ জন

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম