Wednesday , 14 May 2025 | [bangla_date]

আগামী ৪ মাসের মধ্যে চুরি, ডাকাতি, মাদক ও জুয়া রোধ করব- পুলিশ সুপার

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি\আগামী ৪ মাসের মধ্যে দিনাজপুর জেলা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া রোধ করতে না পারি তাহলে চাকুরি থেকে এ যাবত কালীন যে বেতন-ভাতা পেয়েছি তা আপনাদের মাঝে বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে দেবো।
রোববার বিকালে থানা প্রাঙ্গনে ঘোড়াঘাট থানা আয়োজিত চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া প্রতিরোধে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক ডাকাতকে গ্রেফতার করতে পেরেছি এবং ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা যা করেছি এতে আমরা তৃপ্ত নই, আমরা যে সফল হয়েছি তা আমরা বলবো না।
ডাকাতির মত ঘটনাকে আমরা জিরো পর্যায়ে নিয়ে আসব, যেন ডাকাতির মতো ঘটনা পরবর্তীতে আর না ঘটে। ডাকাতিসহ অপরাধ দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এসব অপরাধ প্রতিরোধে আপনাদেরকে (জনগণকে) সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোঃ মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা কর্মপরিষদের সদস্য সাবেক ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন সহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসলেন মোকসেদ আলী

বোদা পৌরসভার নির্বাচন জমে উঠেছে

ডাক্তার এর কাছে রোগী নয়,রোগীর কাছে ডাক্তার:—

ঠাকুরগাঁওয়ে হরিজন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

বীরগঞ্জে বেড়েছে রাস্তায় যানবাহন

কাহারোলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

হরিপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

সমাবেশের নামে বিএনপি জনগনের উপর আঘাত করলে আওয়ামী লীগ বসে আঙ্গুল চুষবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি