Thursday , 1 May 2025 | [bangla_date]

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড় জেলার ঐতিহ্য ও ঐতিহাসিক আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক প্রতিবছরের ন্যায় এবারও ১৪৩২ সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (৮মে) অনুষ্ঠিত হবে। ওরশ মোবারক সুষ্ঠ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টার দিকে বার আউলিয়া মাজার শরীফ প্রাঙ্গণে এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। সুশৃঙ্খল পরিবেশে ওরশ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল), বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওঃ মোঃ আব্দুর রউফ, মোঃ আমিরুল সরকার, ডা. আবুল কাসেম, খাদেম সৈয়দ মোমিনুল হক প্রমুখ। ঐতিহাসিক বার আউলিয়া মাজারের ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে মূল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন,বৈশাখের শেষ বৃহস্পতিবার ৮ মে বার আউলিয়া মাজার শরীফের ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ওরশ শরীফে লাখো লাখো লোকের সমাগম হবে। এখানে পর্যাপ্ত আই-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ওই দিন মাজার এলাকা সি সি ক্যামেরার আওতায় থাকবে। তিনি স্থানীয় খাদেম পরিবারের সদস্য সহ সবার সহযোগিতা কামনা করেন। মাজার এলাকায় কোন প্রকার জুয়া বা মাদকের সন্ধান পেলে তাৎক্ষনিক অপরাধীকে মেবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে মর্মে সতর্ক বার্তা দেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় খাদেম পরিবারের সদস্যবৃন্দ, সুধিজন সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন উত্তরাঞ্চলে বিদ্যুৎ জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করবে —বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

হরিপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাণীশংকৈলে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

ফুটেছে শাপলাসহ নানান ফুল স্কুল ক্যাম্পাস যেন প্রকৃতির নির্মল পরিবেশ

ঠাকুরগাঁওয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

হরিপুরে মুক্তিযোদ্ধার পরিবারকে মারপিটের অভিযোগ

স্বাস্থ্য কেন্দ্রের গাফিলাতি রাণীশংকৈলে টিকাদান কেন্দ্র থেকে ফিরে এসেছে অনেকেই

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

চিরিরবন্দরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত