Thursday , 29 May 2025 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের উপহার হিসেবে ছাতা পেলেন বীরগঞ্জের শিশু শিক্ষার্থীরা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ তীব্র তাপদাহ ও ঝড় বৃষ্টিতে থেকে রক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি এলাকার শিশু এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে শিশুদের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা গোন্ডেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার সতিশ রায়, সাংবদিক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। উপজেলার সুজালপুর, নিজপাড়া, মোহনপুর এবং পাল্টাপুর ইউনিয়নের ২২৬২জন নিবন্ধিত শিশুকে এই ছাতা উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটি। উপহারের ছাত পেয়ে শিক্ষার্থী রুমি সরেন বলেন, নতুন ছাতা পেয়ে তাদের মধ্যে আনন্দ তৈরি হয়েছে। এটি তাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়তা করবে। বিশেষ করে বর্ষাকালে এই ছাতা শিক্ষার্থীদের বৃষ্টির হাত থেকে রক্ষা করবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন । আর এই ধরনের পদক্ষেপ একদিকে যেমন শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করবে, তেমনি তাদের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানের শুরুতে শিশুদের অধিকার বিষয়ে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, খেলাধুলা ও বিনোদনের অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় তুলে ধরা হয়। বক্তারা শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা তৈরির ওপর জোর দেন। পরে স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এই অংশে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যেমন – নিয়মিত হাত ধোয়া, নখ কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে থাকা এবং নিরাপদ পানি পান করার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে বর্ষাকালে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পরিষ্কার-পরিচ্ছন্নতার অপরিহার্যতা তুলে ধরা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

রাণীশংকৈলে দেখা গেল সাপের ‘শঙ্খ লাগা’

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে সবজির চারা ও বীজ বিতরণ

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে সবজির চারা ও বীজ বিতরণ

দিনাজপুরে গুণি শিল্পী আবু সাঈদের স্মরণ সভায় বক্তারা শ্রদ্ধার সাথে চিরদিন আবু সাঈদকে স্মরণ করে যাবে

রাণীশংকৈলে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত

খানসামায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন

পীরগঞ্জে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

পার্বতীপুরের বয়ষ্ক শিক্ষার্থী হাবিবুর রহমানের স্বপ্নজয় বন্ধুমেলায় বিপুল সংবর্ধনায় বরণ

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি মহামুল হককে সংবর্ধনা