Saturday , 24 May 2025 | [bangla_date]

খানসামা ও ঘোড়াঘাটে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে তিন ব্যাচে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্ত হয়।
স্থানীয় সরকার বিভাগের “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা সমন্বয়কারী আবু বকর সিদ্দিক এবং উপজেলা কো-অর্ডিনেটর আমানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি\ ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে দুই দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।
শনিবার (২৪মে) সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় ’বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন কোর্স পরিচালক স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার প্রমূখ। এতে বক্তব্য রাখেন, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। প্রশিক্ষনটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল হাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ‘‘আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি ” এতে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা– নষ্ট হচ্ছে যুবসমাজ !

স্কাউটস দিনাজপুরের নির্বাহী কমিটির সভা ও জেলা রোভারের সাধারণ সভা

আটোয়ারীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আজ বিরলের বেদনা বিধুর বহলা ট্রাজেডী

ঠাকুরগাঁওয়ে বীজ উৎপাদন কেন্দ্রে পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়ম !

দিনাজপুরে আগাম জাতের আলুর বাম্পার ফলন, দাম পেয়ে খুশি চাষিরা

বীরগঞ্জে সন্তান হত্যা মামলার অভিযুক্ত পিতা লক্ষ্মণ চক্রবর্তী আটক

নিজের উৎপাদিত কুটির শিল্পপণ্যের বাজারজাত করণে আধুনিকতার আশ্রয় নিয়েছে মাইকেল

হরিপুরে পুকুরে পরে ভাই-বোনের মৃত্যু

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা