Saturday , 17 May 2025 | [bangla_date]

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস

দিনাজপুরে টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গ্রীষ্মকালীন আগাম ফলনজাত উদয় প্লাস হাইব্রীড টমেটো প্রদর্শনী মাঠের পাশেই এই মাঠ দিবস সফলভাবে অনুষ্ঠিত হয়।
গেল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকার সদরপুর গ্রামে নাবি মৌসুমে উদয় প্লাস টমেটো চাষ নিয়ে এসিআই সীড মাঠ দিবসটি আয়োজন করে।
গ্রীষ্মকালীন সময়ে এই আগাম ফলনজাত টমেটো চাষ করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। তেমনি একজন আদর্শ কৃষক মো. শামীম। সরেজমিনে টমেটো ক্ষেতে গিয়ে দেখা গেছে, ১৩ শতক জমিতে উদয় প্লাস টমেটো চাষ করে সাফল্য অর্জন করেছেন এই সফল কৃষক। তিনি সময়ের আলোকে বলেন, এ পর্যন্ত ৪২ মন টমেটো উত্তোলন করেছেন, আরো প্রায় ৪০ থেকে ৪৫ মণ টমেটো উত্তোলন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা হবে।
তিনি আরো জানান, এই জাতে কোন ধরনের ভাইরাস ও নেতিয়ে পড়া রোগ দেখা যায়নি। এমনকি অন্যান্য জাত থেকে প্রায় ১০ দিন আগে টমেটো উত্তোলন করা যায়। এছাড়াও টমেটো শক্ত হওয়ায় বহনে নষ্ট হওয়ার আশংকা কম থাকে এবং রং আকর্ষণীয় লাল হওয়ায় বাজার মূল্য অপেক্ষাকৃত বেশি পাওয়া যায় বলে জানান এই আদর্শ কৃষক।
এই আদর্শ কৃষকের টমেটো ক্ষেত পরিদর্শন শেষে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন এসিআই সীড এর ন্যাশনাল সেলস ম্যানেজার মো. ইকবাল হোসেন, মার্কেটিং ম্যানেজার মো. মনিরুল আলম, রিজিওনাল ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. সালেক হোসাইন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, সুন্দরবন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. আব্দুল হাকিম, মেসার্স আনোয়ারুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, উদয় প্লাস টমেটো নাবি এবং গ্রীষ্মকালীন মৌসুমে কৃষকের জন্য একটি লাভজনক জাত। এই জাত চাষাবাদ করে দেশের সকল পর্যায়ে টমেটো চাষীদের অধিক মুনাফা অর্জনে যুগান্তকারী ভ‚মিকা পালন করবে।
প্রসঙ্গত, শতাধিক কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন আগাম টমেটো চাষ নিয়ে এই মাঠ দিবস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ইউপি নির্বাচন বিরলের সাংবাদিক মতিউর রহমান সাধারণ সদস্য নির্বাচিত

ইউপি নির্বাচন বিরলের সাংবাদিক মতিউর রহমান সাধারণ সদস্য নির্বাচিত

পীরগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা

পড়ে আছে হাসপাতালের নতুন ভবন, পরিত্যক্ত ভবনে শতাধিক রোগী

সাবেক প্রতিমন্ত্রী মুরাদসহ দুজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলা

বালিয়াডাঙ্গীতে যুবদলের দো’আ ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা-

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে দিনাজপুরে শিক্ষক মহলের মানববন্ধন ও বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে গোরক্ষনাথের শিব মন্দির রক্ষনাবেক্ষনের কারণে অযত্ন-অবহেলায় রয়েছে

সোমবার থেকে সারাদেশে তিন দিন গণপরিবহন বন্ধ, চলবে শুধু রিকশা

সেতাবগঞ্জ রনগাঁও কাটাবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত