Thursday , 29 May 2025 | [bangla_date]

দিনাজপুরে নানা আয়োজনে নজরুল পরিষদের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী পালিত

“ধর্ম-বর্ণ জাতির উর্ধ্বে জাগোরে নবীন প্রাণ”-এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল পরিষদ দিনাজপুরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে।
নজরুল পরিষদ দিনাজপুরের সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শহীদুল ইসলাম খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদের সাধারন সম্পাদক নিজামউদ্দীন রয়েল। “অসাম্প্রদায়িক ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম”-শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও কবি-গবেষক আলী ছায়েদ, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি ও কথা সাহিত্যিক আজাদ কালাম, আদর্শ কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, কবি প্রফেসর কামরুজ্জামান গোপন, নজরুল পরিষদের সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা। কবিতা পাঠ করেন মোঃ ইরফান আলী চৌধুরী, প্রফেসর নুরে আলম সিদ্দিকী রনি, শামীম রাজা, কবি অদীতি রায়, কবি নিরঞ্জন হিরা। বিশিষ্ট কন্ঠশিল্পী সুজন কুমার দে’র পরিচালনায় শিল্পীরা সমাবেত সংগীত পরিবেশন করে। নজরুল পরিষদের সভাপতি ডাঃ শহীদুল ইসলাম খান এর পরিচালনায় একক সঙ্গীত পরিচালনা করেন রেখা সাহা, পম্পী সরকার, নিজামউদ্দীন রয়েল, ডাঃ শহিদুল ইসলাম খান, সুজন দে, মনিষা সরকার, শিমূল কর্মকার। পল্লব সরকারের পরিচালনায় নৃত্য পরিবেশন করে কৃতি রায়, মুগ্ধ রায়, বর্ণমালা ইসলাম। তবলায় ছিলেন লোটন সরকার, আলোকেশ^র অধিকারী, কী-বোর্ডে পলাশ দাস। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমন একজন বীরের মত। শ্যামের কবি-বিরহ বেদনার কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে আমরা বুকে লালন ও ধারণ করব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মানবতার কবি, অসাম্প্রদায়ীক চেতনার কবি। তাইতো তিনি লিখেছেন “উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ^ বিধাতৃর……।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ

বীরগঞ্জে ১৩ জন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

৪৫টি মৌলিক গানের সমন্বয়ে আসছে উর্বশী গানের সিঁড়ির চতুর্থ সিজন

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

বোদায় হরিপদ দের এক মাত্র আয়ের পথ মিষ্টির বাক্স তৈরি

কলা চাষেও স্বাবলম্বী হয়ে উঠছেন চাষিরা

রাণীশংকৈলে ১৫০ অবৈধ স্হাপনা দোকানপাট উচ্ছেদ

পীরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন।। বিস্তারিত- – –

বীরগঞ্জে ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায়