Friday , 9 May 2025 | [bangla_date]

দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, ২জনের কা’রাদ’ন্ড

বিআরটিএ দিনাজপুর অফিসে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশনের একটি দল। টানা ৪ঘন্টা অভিযান চালিয়ে নথিপত্র জব্দসহ দুইজনকে চারদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ধারা অনুযায়ী দুইজনকে চারদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে দিনাজপুর বিআরটিএ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস প্রদানে সরকারি ফিসের অতিরিক্ত টাকা আদায় ও দালালদের মাধ্যমে সেবা গ্রহিতাকে হয়রানি অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় দিনাজপুর হতে সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি এনফোর্সমেন্ট এই অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে দুদক দিনাজপুরের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, অভিযান পরিচালনাকালে সকাল ১১টার দিকে সাদা পোশাকে বিআরটিএ কার্যালয়ের প্রাঙ্গনে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে এবং দালালদের চিহ্নিত করে। এই চক্রের সাথে ফারুক কম্পিউটার দোকানের মালিক মুন্না ইসলাম, ইব্রাহিম, ফাতেমা কম্পিউটারের দোকানের আবেদী হাসান, মমিন কম্পিউটারের মোঃ মমিন ইসলাম এর দোকান থেকে বিআরটিএ অফিসের রেকর্ড পত্র উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না ইসলাম ও আবেদী হাসানকে দÐবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় চারদিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়েছে।
এদিকে, অভিযানের সময় অফিসে অনুপস্থিত ছিলেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এ টি এম ময়নুল হাসান।

সর্বশেষ - ঠাকুরগাঁও