Saturday , 17 May 2025 | [bangla_date]

দুপ্রক কমিটির নেতৃবৃন্দের সাথে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও কর্তপক্ষের মতবিনিময়

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও কর্তৃপক্ষের সাথে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুদক, সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর আয়োজনে বৃহস্পতিবার ( ১৫ মে) বেলা সাড়ে ১১ টায় দুদক কার্যালয়ের সম্মেলন কক্ষে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কর্মসুচির আয়োজন ও বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং কর্মসুচির উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক(অ.দা.) মোঃ আজমির শরিফ মারজী। ডাটা এন্ট্রি আদুরী আক্তারের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধে আমাদের করনীয় সম্পর্কে আলোচনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন। দুপ্রক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা দুপ্রক এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান (বাবলা), ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা দুপ্রক সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বসাক, পীরগঞ্জ উপজেলা দুপ্রক সভাপতি মুসা সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেশ হায়াত মিলন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, দেবীগঞ্জ উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, বোদা উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান প্রামাণিক, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা দুপ্রক সভাপতি সেলিম রেজা তালুকদার প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন সহ দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। এসময় সভাপতির বক্তব্যে মোঃ আজমির শরিফ মারজী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটিতে যারা রয়েছে তারা সকলেই সমাজের স্বনামখ্যাত ব্যক্তিবর্গ ও গুনীজন। তিনি বিগত সময়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে দুদকের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে দুপ্রক। কারণ দুদকের একার পক্ষে দুর্নীতি দমন কিংবা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সহযোগী সংগঠন হিসেবে জনসচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভুমিকা রাখছে। তিনি আগামীতে দুর্নীতি প্রতিরোধে দুপ্রক সদস্যদের আরো বেশী বেশী কর্মসূচি পালনের জন্য আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের দাসপাড়ায় আগুন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে নগদ অর্থ প্রদান

করতোয়া নদীর হাজির ঘাটে ব্রীজ নির্মাণের দাবী এলাকাবাসীর

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যেগে সাবেক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন

সার্বজনীন পেনশন চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচন কমিশন কোন চাপে আমাদের শাপলা মার্কা দিচ্ছে না -পঞ্চগড়ে সারজিস আলম

ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ-উপাধক্ষ্যর অপসারন দাবীতে আন্দোলনে শিক্ষার্থীরা

বাংলাদেশ বর্তমানে চীন-মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে : অর্থমন্ত্রী

দিনাজপুর দলিল লেখক সমিতির সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক আইয়ূব

রাণীশংকৈলে রাতের আধাঁরে সীমানা প্রাচীর ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে রঙিন মাছ চাষে সফল মর্তুজা !