Tuesday , 13 May 2025 | [bangla_date]

প্রচন্ড গরম ও লাভের আশায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু

সময়ের আগেই বাজারে নেমেছে দিনাজপুরের অপরিপক্ক লিচু। বাজারে পাওয়া যাচ্ছে মাদ্রাজি জাতের অপরিপক্ব লিচু। প্রচন্ড তাপদাহের কারণে লিচুর পাকার রং ধারন করছে এবং ভালো দাম পাওয়ার আশায় এসব অপিরিপক্ক লিচু বাজারে আনছে কতিপয় ব্যবসায়ীরা।
এই মৌসুমের বাজারে প্রথম লিচু চোখে পড়ায় টক স্বাদের হলেও এসব লিচু কিনছেন অনেক ক্রেতাই।
দিনাজপুরের বাজারে দেখা যায়, কয়েকজন ফল ব্যবসায়ী দোকানে মাদ্রাজি জাতের লিচু সাজিয়ে রেখেছেন। এসব লিচু আধাপাকা ও অপরিপক্ব। ব্যবসায়ীরা ১০০লিচু বিক্রি করছেন ৩০০ থেকে ৩২০টাকায়। বছরের নতুন ফল হিসেবে অপরিপক্ব এসব লিচু কিনছেনও অনেকে।
সবুর চৌধুরী নামে এক ক্রেতা বলেন, মওসুমের প্রথম বাজারে লিচু চোখে পড়লো। তাই স্বাদ নিতে ৫০টা লিচু ১৫০টাকায় কিনলাম।
ফারুক হোসেন নামে আরেকজন বলেন, নতুন ফল দেখেই ১০০ লিচু কিনলাম। কিন্তু এসব লিচু এখনও পরিপক্ব হয়নি। খেতে টক মিষ্টি,আরেকটু সময় লাগবে। তবুও নিলাম।
বাজারে ফলের দোকানের কর্মচারী রিয়াজুল ইসলাম বলেন, দুই তিনদিন থেকে বাজারে লিচু উঠছে। সকালে বাগানিরা কিছু করে লিচু নিয়ে আসছেন। প্রচÐ গরমে মাদ্রাজি লিচুতে রং চলে এসেছে। তাই আগাম লিচু বিক্রি হচ্ছে। বোম্বে, চায়না থ্রি, বেদনা জাতের লিচু উঠতে এখনও দেরী আছে। তবে মাদ্রাজি জাতের লিচুর চাহিদা কম, বিক্রিও তেমন হচ্ছে না।
মাসিমপুর এলাকার কৃষক আসাদুজ্জামান লিটন বলেন, গরমে লিচু ফেটে যায় ও পড়ে যায়। এজন্য এখনই কিছু লিচু বিক্রি করে বাগানে লিচু কমিয়ে নিচ্ছি। এছাড়া শুরুতে বিক্রি করলে দামও বেশি পাওয়া যায়।
এ ব্যাপারে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ম্ঃে আনিছুজ্জামান বলেন, এখন বাজারে যেসব লিচু উঠছে তা পরিপক্ব নয়। বাজারে লিচু উঠতে আরও প্রায় দেড় সপ্তাহ সময় লাগবে। সে সময় না আসা পর্যন্ত লিচুর সঠিক স্বাদ পাওয়া যাবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ-বেকারি বন্ধ ঘোষণা

বিএসএসসিআর ৪র্থ কনফারেন্সে অংশ নিতে বৃহত্তর দিনাজপুরের ৪০জন শিক্ষক, সাংবাদিক,  লেখক, গবেষক যাচ্ছেন কুমিল্লায়

বিএসএসসিআর ৪র্থ কনফারেন্সে অংশ নিতে বৃহত্তর দিনাজপুরের ৪০জন শিক্ষক, সাংবাদিক, লেখক, গবেষক যাচ্ছেন কুমিল্লায়

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে ধর্মসমাজ বিতর্কিত হতে বাধ্য -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পঞ্চগড়ে আইনজীবীর হাতে শ্রমিক নেতা লাঞ্চিত তিন ঘন্টা পর শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

উত্তরে শুরু হচ্ছে শীতের কাঁপন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় \ তাপমাত্রা  কমার সাথে বাড়ছে ছিন্নমূল-শ্রমজীবিদের উৎকণ্ঠা

উত্তরে শুরু হচ্ছে শীতের কাঁপন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় \ তাপমাত্রা কমার সাথে বাড়ছে ছিন্নমূল-শ্রমজীবিদের উৎকণ্ঠা

কাহারোলে টিসিবি’র স্মার্ট কার্ড না পাওয়ায়  অনেকেই পণ্য ক্রয় করতে পারছেন না

কাহারোলে টিসিবি’র স্মার্ট কার্ড না পাওয়ায় অনেকেই পণ্য ক্রয় করতে পারছেন না

ফুটবল বিশ্বকাপের পতাকা নিয়ে ছুটে চলছে হাবিব

ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মন্ডপে দুর্গোৎসব !

পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা ও দোয়া মাহফিল

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ হাফেজকে উপহার দেয়া হল বাইসাইকেল