Sunday , 25 May 2025 | [bangla_date]

বীরগঞ্জে কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পথসভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শুক্রবার জুম্মা নামাজের শেষে খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত মাওঃ মুফতি নুর হুসাইন নুরানী এ-র নেতৃত্বে উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ হাট থেকে একটি বিশাল মোটরসাইকেল বহর চকদফরগ্রাম হয়ে চৌদ্দহাট দিয়ে গোলাপগঞ্জে শেষ হয়। সভা যাত্রায় মোটরসাইকেলে কয়েক শতাধিক মুসল্লী অংশ নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত মাওঃ মুফতি নুর হুসাইন নুরানী জানান, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, অতিসত্বর আহমাদিয়া মুসলিম নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও