Thursday , 29 May 2025 | [bangla_date]

বোচাগঞ্জে পল্লীশ্রী’র নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে রেলি ও আলোচনা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার “নিজেকে রাখিবো মরম দায়িত্বে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে বে-সরকারী প্রতিষ্ঠান পল্লীশ্রী নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মান এর সহযোগিতায় নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে নারীদের অংশ গ্রহনে ভ্যান রেলি ও আলোচনা সভা করেছে। বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে পল্লীশ্রী দিনাজপুরের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজার সভাপতিত্বে আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, আমাদের দেশে যত গুলো অপরাধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাল্য বিবাহ। বর্তমান সময়ে বিয়ের বিষয়ে সরকার আইন করেছে মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর । এর পূর্বে কোন ভাবেই ছেলে মেয়েদের বিয়ে দেয়া যাবে না। বর্তমানে মেয়েদের যে শারীরীক গঠন তাতে কোন অবস্থাতেই ১৮ বছরের পূর্বে বিয়ে হওয়ার মত না। অর্থাৎ সে তো নিজেই শিশু তার উপর বিয়ে করছে এবং সন্তান জন্ম দিচ্ছে। যে কারণে মাতৃ মৃত্যুর পাশাপাশি শিশু মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। আমরা সামাজিক এই অপরাধ থেকে সব সময় নিজেকে দুরে রাখতে চাই। বাল্য বিবাহ রোধে আইন আছে। মাঝে মাঝে মোবাইল কোর্ট করা হয়। আইন প্রয়োগ করে কাউকে সাজা দিয়ে সমাধান পাওয়া যাবে না। সবচেয়ে ভাল সমাধান হবে যদি আপনারা সচেতন হন। একমাত্র আপনারা সচেতন হলেই এ ধরণের সামাজিক ব্যাধি থেকে আমরা নিজেদের দুরে রাখতে পারব। ইউএনও পল্লীশ্রীকে এধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাল্য বিবাহের পাশাপাশি যৌতুকসহ আরো যে সকল সামাজিক অপরাধ সমাজে রয়েছে সেগুলোর বিরুদ্ধে আগামীতেও পল্লীশ্রী কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়াও সভায় প্রোগ্রাম অফিসার শাহাজাদি শিরীন, উপজেলা প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আজিজা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় গবাদি পশু পালন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সভা শেষে উপজেলা ক্যাম্পাস হতে নারীদের অংশ গ্রহনে একটি ভ্যান রেলি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ থাকে বাল্যা বিবাহ রোধ, উদ্দ্যোক্তা তৈরীসহ নারী ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করার জন্য পল্লীশ্রী দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলায় কাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ”ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত

বাঙালি চেতনাই আমাদের মুক্তিযুদ্ধকে সানিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

দিনাজপুরে পরিত্যক্ত ঘরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

তিন চাকার মোটরযানের কারখানা বন্ধের নির্দেশ মন্ত্রীর

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

পঞ্চগড়ে বাড়িতে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি আটক এক

দিনাজপুর পৌরসভায় নতুন প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ