Tuesday , 6 May 2025 | [bangla_date]

হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা ৫মে থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিশ^বিদ্যালয় পরিবারের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াস রুম, অভিভাবকদের বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, সিট প্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়াসহ বিভিন্ন সেবাম‚লক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।
আজকের‘এ’ ইউনিটের মোট ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৮১ভাগ। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা একেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে‘ এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ১৫২জন কৃষক পেল সোয়া কোটি টাকার ঋণ

খানসামায় মাদকদ্রব্যসহ চারজন আটক

ছাত্র মৈত্রী শিক্ষা উপকরণে দাম কমানোর দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও মিছিল

বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি : মুজিববর্ষে কোটি টাকা পাচ্ছে দরিদ্র মেধাবী ১৭ শিক্ষার্থী

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মুক্তিযুদ্ধের সংগঠক ইমরান আলী আর নেই

লকডাউনের পঞ্চমদিনে গ্রেফতার ৪১৩, জরিমানা সাড়ে ১৩ লাখ

শিকারের আদি কৌশল ধরে রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠী তীর-ধনুক প্রতিযোগিতা

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান