Thursday , 29 May 2025 | [bangla_date]

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের করতোয়া নদীতে এলএলপি সেচ পাম্পের সাহায্যে পানি তুলে নলকুড়া সেচ প্রকল্পের আওতায় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউপির কয়েকটি গ্রামের কৃষকরা ১২৫ হেক্টর জমি আবাদ করত। কিন্তু নদীতে পানির স্বল্পতা দেখিয়ে সেচ প্রকল্পটি বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড। ৩৫ বছর পর আবারও চালু হচ্ছে নলকুড়া সেচ প্রকল্প। প্রকল্পটি পুনরায় চালু করার জন্য দুইশ মিটার সেচখাল, নতুন পাম্প, পাম্প হাউসের পাশে নদীর তীর রক্ষা বাধের মেরামত কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালনার জন্য মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধানকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে প্রকল্পের মেরামত কাজ পরিদর্শন করেছেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারীসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে পাকিস্তান আমলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা নদীতে (বর্তমানে রাবার ড্যাম সংলগ্ন) নলকুড়া সেচ প্রকল্পটি স্থাপন করা হয়। খুব কম খরচে এই সেচ প্রকল্পের পানি দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষরা জমিতে চাষাবাদ করত। ২৬ বছর সচল থাকার পর নদীতে পানির স্বল্পতা দেখিয়ে ১৯৮৯ সালে প্রকল্পটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ থাকায় নষ্ট হয়ে যায় সেচ পাম্প ও পাম্প হাউস। সেচনালা বন্ধ করে স্থানীয় সেখানে নির্মাণ করে চলাচলের রাস্তা। সম্ভাব্যতা যাচাই শেষে বন্ধ হয়ে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। উদ্ধার করা হয় সেচ খালের জায়গা। চলতি অর্থবছরে ১৮ লাখ টাকা ব্যায়ে শুরু হয় সেচনালা সংস্কার কাজ। সংস্কার করা হচ্ছে নদীর তীর রক্ষা বাধ। বসাসো হয়েছে সেচপাম্প। নতুন করে তৈরী করা হয়েছে পাম্প হাউস। আর মাত্র ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত হবে সেচ প্রকল্পটি। আগামী বর্ষায় পানি সংকট দেখা দিলে এই প্রকল্পের পানি দিয়ে প্রকল্পভ‚ক্ত কৃষকরা আমন ধান আবাদ করতে পারবেন বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী।
এ ব্যাপারে কামাত কাজলদিঘী ইউনিয়নের সদস্য মোজাম্মেল হোসেন জানান, দীর্ঘ ৩৫ বছর পর নলকুড়া সেচ প্রকল্পটি চালু হতে যাওয়ায় এই এলাকার মানুষ খুবই আনন্দিত। আগামীতে স্বল্প খরচে এলাকার কৃষক সেচ সুবিধা পাবে।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন জানান, পঞ্চগড় জেলায় অনেক সেচ প্রকল্প দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সম্ভাব্যতা যাচাই করে নলকুড়া সেচ প্রকল্পটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। চলতি অর্থবছরে ১৮ লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজ প্রায় শেষে দিকে। প্রকল্পটি পুনরায় চালু করা হলে ওই এলাকার কৃষক খুব কম খরচে জমিতে সেচ সুবিধা পাবে। এতে করে উৎপাদন খরচও অনেক কমে আসবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সড়ক র্দূঘটনায় হাফেজ আরিফের মৃত্যু

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব যহ্মা দিবস পালিত

রাণীশংকৈলে জাতীয় পাটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে বীরমুক্তিযোদ্ধাদের বাড়ির ছাদ ঢালাই উদ্বোধন

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বীরগঞ্জে আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে সমর্থন চেয়ে মতবিনিময় সভা

বীরগঞ্জে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা

ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ

তৌহিদী জনতার সংবাদ সম্মেলন জীবন মহলে দরবারের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে