Monday , 30 June 2025 | [bangla_date]

আটোয়ারীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার তোড়িয়া বাজারে আলিফ মিম ট্রেডার্সে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এসময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, উপজেলা ভূমি অফিসার (সার্ভেয়ার) দেবাশীষ চন্দ্র কর্মকার, তোড়িয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কায়ছার-ই-আলম সিদ্দিকী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, তোড়িয়া ইউনিয়ন ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ ও আলিফ মিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহফুজার রহমান মেডেল সহ স্থানীয় শিক্ষক, কৃষক এবং জনসাধারণ উপস্থিত ছিলেন। ভূমিসেবা পেতে জনসাধারণের চরম ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য, নামজারি (মিউটেশন) এবং খাজনা (ভূমি উন্নয়ন কর) প্রদানে বিলম্ব, ভূমি জরিপ ও সীমানা সংক্রান্ত জটিলতা এবং অনলাইনে ভূমিসেবা সংক্রান্ত সফট্ওয়্যার-এ কারিগরি ত্রুটি হয়ে থাকে। এছাড়া ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, জাল কাগজপত্রের কারণে ভূমিসেবা গ্রহীতাদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। এসব ভোগান্তি নিরসনের জন্য পঞ্চগড় জেলায় প্রথম আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নেই এই প্রথম ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হলো। এখানে সাধারণ মানুষ সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে তাদের ভূমিসেবা গুলো পাবেন। ভূমিসেবা সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষ যেসব সেবা পাবেন সেগুলো হলো: ১. ভূমি উন্নয়ন কর/ভূমিসেবা ্রপ্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া, ২. ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদনের পরে ভূমি উন্নয়ন কর জমা বা আপত্তি থাকলে আপত্তি দায়ের করা, ৩. করদাতাকে দাখিলার প্রিন্ট কপি সরবরাহ, ৪. নামজারি মামলা দায়েরের অনলাইন আবেদন পূরণ ও কাগজাদি আপলোড এবং দাখিল করা, ৫. অনুমোদন সাপেক্ষে সরকার নির্ধারিত নামজারি ফি জমাকরণ এবং অনলাইন নামজারি খতিয়ানের প্রিন্ট কপি সরবরাহ, ৬. নামজারি খতিয়ান বা রেকডীয় খতিয়ান বা পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন পূরণ ও দাখিল, ৭. নকশার মাধ্যমে খাস কৃষি জমির অবস্থা ও অবস্থান প্রদর্শন ও বন্দোবস্তের আবেদন, ৮. কবুলিয়ত ফরম পূরণ ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিল, ৯. অর্পিত সম্পত্তি লিজ/নবায়ন আবেদন পূরণ ও দাখিল, ১০. পরিত্যক্ত সম্পত্তির লিজ/ভাড়ার আবেদন পূরণ ও দাখিল, ১১. সায়রাতমহল লিজ সংক্রান্ত আবেদনপূরণ ও দাখিল, লীজ মানি বাবদ অর্থ জমা প্রদান, ১২. মৌজা ম্যাপ বা নকশার আবেদন প্রস্তুত দাখিল ও ফি জমা এবং নকশা বা ম্যাপ গ্রহণ ও বিতরণ এবং ১৩. বিভিন্ন প্রকার মিস কেস আবেদন প্রস্তুত, কাগজাদি আপলোড ও দাখিল সহ বিভিন্ন প্রকার সেবা এই কেন্দ্রে দেওয়া পাওয়া যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় একদিনে আরও ১৭৮ জনের মৃত্যু

হরিপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

পঞ্চগড়ে বিশ্ব যক্ষা দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও সংলাপ

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার

হরিপুরে বাঁশ শিল্পের মাধ্যমে জীবিকানির্বাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের ক্রীড়াঙ্গন আজ আলোকিত ব্যাডমিন্টন খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান