Wednesday , 4 June 2025 | [bangla_date]

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় পর্যায়ে তিনটি পুরষ্কার লাভ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় পর্যায়ে তিনটিতে প্রথম স্থান অর্জন করায় চিরিরবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা নতুন উদ্যোমে চিকিৎসাসেবা ও কাজ শুরু করেছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৫মে ঢাকা শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির’ অন্তর্গত ‘তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২৫’ এ সেরা কমিউনিটি রেজিষ্ট্রেশন-২০২৫ ও ‘সেরা ভায়া ও সিবিই কেন্দ্র ২০২৫(রংপুর বিভাগ) হিসেবে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও ‘সেরা কমিউনিটি ক্লিনিক-২০২৫ (জাতীয় পর্যায়)’ এ প্রথম স্থান অর্জন করে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের হযরতপুর কমিউনিটি ক্লিনিক।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো.শাহিনুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. সারোয়ার বারী ও বিশেষ অতিথিবৃন্দের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুল্লাহ আল ইফরান, আবাসিক মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. সৌভিক রায়, স্বাস্থ্য পরিদর্শক আজাহার আলী, সিনিয়র স্টাফ নার্স রীনা খাতুন, সিএইচসিপি পান্না আকতার।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডা. সায়েবা আক্তার, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) ডা. নূরে আলম সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান বলেন, আমার পুর্বের যারা কর্মকর্তা ছিলেন, এ প্রাপ্তি তাঁদের অবদান। তাঁরা প্রচুর পরিশ্রম করে তদারকি ও কাজগুলো করেছিলেন। আমি সে কাজগুলোকে যতœসহকারে ধরে রাখব ও আরো উদ্যোমী হয়ে কাজ করব।
সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবীন জানান, সরকারি চাকুরি জীবনে নিজের প্রিয় কর্মস্থলের এই সম্মাননা প্রাপ্তিতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বর্তমান এবং তৎকালীন কর্মকর্তা ও কর্মচারীর অবদান অনস্বীকার্য।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করছে। তাদের এ প্রাপ্তিতে উপজেলা প্রশাসন অনেক খুশি। আগামীদিনেও যাতে পুরস্কারগুলো ধরে রাখা যায়, সে জন্য প্রয়োজনীয় সর্বপ্রকার সহায়তা ও সহযোগিতা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেন্ট যোসেফস্ স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

দিনাজপুরে বিশ^ চক্ষু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প

বীরগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকানের ১০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতী দলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন

বীরগঞ্জে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের শোকসভা ও দোয়া মাহফিল

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ভ‚গর্ভে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈলের রাণী সাগরে অতিথি পাখি দেখতে পর্যটকদের ভীড়

বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড