Saturday , 21 June 2025 | [bangla_date]

টহলরত অবস্থায় রক্ত দিয়ে প্রসূতিকে বাঁচালেন সেনা সদস্য

দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ওই সেনা সদস্য রক্তদান করেন।
প্রসূতি শ্রাবন্তী রায় (২৬) বোচাগঞ্জ উপজেলার মুলদুয়ার ডাঙ্গিপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী।
জানা যায়, গুরুতর অসুস্থ হওয়ায় শুক্রবার সন্ধ্যায় প্রসূতি শ্রাবন্তী রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। চিকিৎসক জরুরিভাবে ‘ও’ পজিটিভ রক্ত জোগাড় করতে বলেন। কিন্তু তাৎক্ষণিক রক্ত পাওয়া যাচ্ছিলো না। এমন সময় রাত ৮টার দিকে মেডিকেল কলেজের সামনে দিনাজপুর আর্মি ক্যাম্পের একটি টহল দলকে দেখতে পান রোগীর স্বামী সন্তোষ চন্দ্র রায়। তিনি দৌড়ে গিয়ে সেনা সদস্যদেরকে বিষয়টি জানালে ক্যাম্প কমান্ডার একই রক্তের গ্রæপের এক সেনা সদস্যকে রক্ত দিতে বলেন। শহরের নিউ টাউন ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় টহলে ছিলেন সেনাবাহিনীর দলটি। দলের নেতৃত্বে ছিলেন ক্যাম্প কমান্ডার।
তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা হওয়ায় রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।
এমন মানবিক ঘটনায় রোগীর পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং চিকিৎসকরা সেনা সদস্যের উদ্যোগের প্রশংসা করেন। দিনাজপুরে সেনাবাহিনীর টহলদল জননিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমেও নিয়মিতভাবে এগিয়ে আসছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম প্রশংসা করার মতো। রক্তের প্রয়োজনে এভাবেই এগিয়ে আসা উচিত।
ডিউটিরত অবস্থায় তাৎক্ষণিক রক্ত প্রদানকারী সেনা সদস্যের নাম জানতে চাইলে ক্যাম্প কমান্ডার ও ওই সেনা সদস্য তাদের নাম উল্লেখ করতে চাননি। তারা বলেন, ‘আমরা মানবিক কাজ করি দেশ ও মানুষকে ভালোবেসে, নামের জন্য নয়।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গলায় মাছের কাঁটা লেগে ৩ সন্তানের জননীর মৃত্যু

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পদত্যাগ করল, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে -ঠাকুরগাঁও- ২ আসনে

ঠাকুরগাঁওয়ে ধানের চেয়ে খড়ের কদর বেশি!

শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মিলাদ ও দোয়া মাহফিল

দিনাজপুরে দারিদ্রতা বিমোচনে ভ্যানগাড়ী বিতরণ

চিরিরবন্দরে চেক ডিসওনার মামলায় মাদ্রাসার সুপার গ্রেফতার

ভেঙে যাওয়ার ৬বছর পার হলেও সেতুটি পুনর্র্নিমাণ হয়নি

কাহারোলে দুস্থ’ শীতার্তদের মাঝে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অতি-দরিদ্র উপকার ভোগীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করলেন ইউএনও শাহীন সুলতানা