Monday , 23 June 2025 | [bangla_date]

দিনাজপুরে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দর বৈদেশীরহাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
শনিবার বিকেল ৫টায় দিনাজপুর জেলার চিরিরবন্দরেউপজেলা ও সদর উপজেলার মিলন স্থল বৈদেশীরহাট আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন দুই উপজেলার হাজারো মানুষ।
বৈদেশীর হাট এবং সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের উলটগাঁও সংলগ্ন নদীর দুই পাড়ে স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা মোঃ জফির উদ্দীন, বৈদেশীরহাটে আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতিদিন বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে যাতাযাত করে থাকেন। এতে কৃষি পণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও তীব্র হয়। এ সময় সাঁকো দিয়ে পার হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং নৌকা না থাকলে রোগী ও শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে যায়।
উলটগাঁও এর বিরেন বাস্কি বলেন, এই অঞ্চলে প্রচুর পরিমাণ সুগন্ধি কাঠারি ভোগ ধানসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। কিন্তু সেতু না থাকায় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। ব্যবসায়ীরা বাড়তি পরিবহন ব্যয় দেখিয়ে কম দামে ধান কেনেন। একই কারণে এলাকার ধানভাঙ্গার মিলগুলোর কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
উল্লেখ্য, সেতু নির্মাণের দাবিতে এর আগেও এলাকাবাসী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। ২০২৫ সালের ২৪ এপ্রিল প্রায় ১৬০০ স্থায়ী বাসিন্দার স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি দিনাজপুর এলজিইডি ভবনে জমা দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও এ দাবির বাস্তবায়ন হয়নি।
রঞ্জিত রায় জানান, উলটগাঁও এলাকায় সেতু নির্মাণ হলে দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দরের দূরত্ব প্রায় ১০-১২ কিলোমিটার কমবে। এতে যোগাযোগের সময়ও বাঁচবে এবং দুই উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
সনকৈর দারুল উলুম নূরানী কামিল মাদ্রাসার ছাত্র মারুফ জানান, ব্রীজ না থাকায় তারা মাদ্রাসায় যেতে দেরি হয়। সঠিক সময়ে নৌকা পাওয়া যায় না। তাই তার দাবি অনতিবিলম্বে ব্রিজ নির্মাণ করা হোক। তাহলে তাদের মাদ্রাসায় সঠিক সময়ে যেতে পারবে।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রæত সেতু নির্মাণের দাবি জানান এবং আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কথা বলতে পারে না, শিশুটি বাবা-মাকে খুঁজছে

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

নিবন্ধন ও দলীয় প্রতীক পাওয়ায় পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের নেতাকর্মীদের মিস্টি বিতরণ

রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতা

দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে বার্ষিক শিখন ও প্রতিফলন কর্মশালা এবং বৃক্ষরোপন কর্মসূচী পালিত

রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

রাষ্ট্র কাঠামোকে নির্মমভাবে হত্যা করে বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা