Monday , 23 June 2025 | [bangla_date]

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত

জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ. কে. এম আজাদ।
রোববার (২২ জুন-২০২৫) দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ সেমিনার হলে পরিচিতি পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদ বলেন, নার্সিং এমন এক পেশা, যেখানে মানবিকতা ও সেবাবোধ মিলেমিশে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। চিকিৎসা পেশার অবিচ্ছেদ্য অংশ হিসেবে নার্সরা প্রতিদিন অসংখ্য মানুষের ব্যথা লাঘব, সুস্থতায় ফেরা এবং মানসিক সাহস জোগাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালের বিছানায় রোগীর পাশে যখন প্রিয়জনের কেউ থাকেন না, তখন সেই শূন্যতা পূরণ করেন একজন নার্স। তিনি আরও বলেন, ‘নার্সিং পেশায় আছে নানা রকমের সুযোগ-সুবিধা। আছে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ। দেশের বাইরে চাকরির সুবিধাও আছে। এ ছাড়া পড়া শেষ করেই সরকারি-বেসরকারি চাকরির সুবিধাও আছে।
সভাপতির বক্তব্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার বলেন, নার্সিং পেশা একটি জনসেবামূলক পেশা। এ পেশায় যারা আসেন তাদের মানুষের সেবার মানসিকতা থাকে। নার্সিং পেশাটি একটি মহৎ পেশা। কাজটিও আনন্দের। একজন নার্সকে সাধারণত চিকিৎসকের নানা কাজের সহকারী হিসেবে হাসপাতাল বা ক্লিনিকের আউটডোর ও ইনডোর, অপারেশন থিয়েটারে কাজ করতে হয়। এ ছাড়া রোগীকে ওষুধ খেতে সহায়তা করাসহ নানাভাবে সেবা করতে হয়। বর্তমানে দেশে তো বটেই, বিদেশেও নার্সিং পেশার দক্ষ ও অভিজ্ঞদের চাহিদা রয়েছে ব্যাপক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ জিয়াউল হক জিয়া, জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের উপাধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম। কেয়ার নার্সিং কলেজ সম্পর্কিত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন নার্সিং ইন্সট্রাক্টর সাবরিনা মমতাজ, রাজু আহমেদ ও হিসাব রক্ষণ ও নিরীক্ষণ কর্মকর্তা মো. শাহরিয়ার খান এ সময় উপস্থিত ছিলেন কেয়ার নার্সিং কলেজ এর সচিব মো. শাহজাহান আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিনাজপুর নার্সিং কলেজের বিএসসি ২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ সাবা ও মো. মাহাফুজ আলম এর সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

নবরূপীর মোঃ নাজমুল হককে আহবায়ক করে  ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

নবরূপীর মোঃ নাজমুল হককে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কলা চাষেও স্বাবলম্বী হয়ে উঠছেন চাষিরা

পীরগঞ্জে মহিলা কলেজ অধ্যক্ষের মাতার উন্তেকাল

চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানী শুরু, দেড় মাসে ২০ কোটি টাকা আয়

বালিয়াডাঙ্গীতে “মিরাজ”নামে দু’টি ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালত

দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে সেচ্ছাসেবক লীগের প্রতিষষষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর উদ্বোধন

‘যদি ফের বৃষ্টির পানি আসে’-রাণীশংকৈলে আলুচাষিদের আশঙ্কা