দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে দিনাজপুর সদরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন-২০২৫ শনিবার বিকেলে চেম্বার ভবনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম। দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ¦ মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবীর, পরিচালক রেজা-হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোঃ মোকাররম হোসেন, মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন প্রমুখ। চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়াল এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী একেএম মেহেরুল্লাহ চৌধুরী বাদল, চামড়া ব্যবসায়ী মালিক গ্রæপের আহবায়ক আক্তার আজিজ, ব্যাটারী চালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সাধারন সম্পাদক আবু তালেব, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ট্রাক মালিক গ্রæপের সাধারন সম্পাদক মোঃ ফজলুর রশিদ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোঃ জর্জিস আনাম, শাহেদ রিজ পিম, মানবেন্দ্র দাস মনোজ, মোঃ রুবলে ইসলাম ও মোঃ শামীম কবীর অপু। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে চেম্বারের পক্ষ থেকে সভাপতি ফুল দিয়ে বরণ করেন।