Wednesday , 4 June 2025 | [bangla_date]

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্লান কনসালটেশন সভা

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন ও বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ভ্যালু চেইন প্রমোশনাল বিজনেস প্ল্যানিং কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকের উৎপাদিত সুগন্ধি ধান রপ্তানি বাড়িয়ে কৃষককে লাভবানের মাধ্যম হিসেব কাজ করছে হর্টেক্স ফাউন্ডেশন।
রবিবার চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে হর্টেক্স ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ভ্যালু চেইন প্রমোশনাল বিজনেস প্ল্যানিং কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিরিরবন্দর ও আশেপাশের এলাকার প্রায় শতাধিক কৃষক, প্রক্রিয়াজাতকারক, মিলার, বাজার মধ্যস্থতাকারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় ১১০ জন অংশীজন অংশগ্রহণ করেন।
সভার আলোচনার ভিত্তিতে একটি প্রাথমিক কার্যপরিকল্পনা গৃহীত হয়, যেখানে বেসরকারি বিনিয়োগ, সরকারি সহায়তা এবং কৃষকের দক্ষতা উন্নয়ন বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন,এ ধরনের কনসালটেশন সভা স্থানীয় কৃষির রূপান্তর এবং ভ্যালু সংযোজিত কৃষিপণ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখবে। আমার বিশ্বাস, একটি শক্তিশালী ভ্যালু চেইন গঠণ করা গেলে এই অঞ্চলের সুগন্ধি ধান এবং চাল কে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষম করে তোলা সম্ভব এবং কৃষকেরাও তাদের ন্যায্যমূল্য পাবেন।
সভায় প্রধান আলোচক হিসেবে ব্যবসা পরিকল্পনা, ব্যবসা পরিকল্পনার প্রয়োজনীয়তা, ব্যবসা পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য,ব্যবসা পরিকল্পনা প্রণয়নের সম্ভাব্যতা যাচাই, উচ্চমূল্য ফসলের বাজারমূখী উৎপাদন পরিকল্পনা, অংশীজন সংগঠন গঠন এবং পার্টনার ওয়ান স্টপ সেন্টারের কার্যাবলী সম্পর্কে তথ্য উপস্থাপন করেন হর্টেক্সের পোস্ট হার্ভেস্ট স্পেশালিষ্ট এন্ড ফিল্ড অর্গানাইজার মোঃ মামুন হোসাইন। এর পূর্বে পার্টনার প্রোগ্রামে হর্টেক্স ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মোঃ আব্দুল মান্নান।
সভায় বক্তারা সুগন্ধি ধানের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রন, প্যাকেজিং, ব্র্যান্ডিং, বাজার সংযোগ বিষয়ে আলোচনা করেন।
এসময় অংশগ্রহণকারীরা একটি টেকসই এবং বাজারমুখী ভ্যালু চেইন গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ শামসুল হুদা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হামিদুর রহমান, কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিম, পার্টনার প্রোগ্রাম, হর্টেক্স ফাউন্ডেশনের ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মোঃ আব্দুল মান্নান প্রমুখ।প্রধান আলোচক ছিলেন মোঃ মামুন হোসেন, পোস্ট হার্ভেস্ট স্পেশালিষ্ট, হর্টেক্স ফাউন্ডেশন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ছোট ভাইয়ের রাস্তা বন্ধ করার অভিযোগ বড় ভাই বিরুদ্ধে

খরচ বৃদ্ধি এবং বাজার নিম্নমূখী হওয়ায় বেগুন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জিন তাড়ানোর কথা বলে কি’শোরীকে ধ’র্ষণ’চে’ষ্টা, কবিরাজ আ’টক

বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

ঠাকুরগাঁও ২টি আসনের ২ জনের মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত

ঈদুল ফিতরে ১০ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

দিনাজপুরে পল্লী উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও সদর

বীরগঞ্জে ছাত্র-ছাত্রীকে আটক করে এক লক্ষ টাকা চাঁদা দাবী, ইউপি সদস্য সহ আটক-৫

দিনাজপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু