মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। শুরুতেই অফিসার্স ক্লাব, আটোয়ারীর আয়োজনে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয় উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি কে। অত:পর উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে এবং বিভিন্ন সমস্যাবলীর ওপর গুরুত্বারোপ করে সভাদ্বয়ে বক্তব্য রাখেন আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার মোঃ জহিরুল ইসলাম ও মোঃ ইয়াহিয়া, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।#