Wednesday , 9 July 2025 | [bangla_date]

আটোয়ারীতে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে করনীয় শীর্ষক জরুরী সভা ডেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বুধবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অবিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস, সচেতনতা তৈরি ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে ব্যতিক্রমধর্মী এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির বলেন, আগামীকাল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ফল প্রকাশের পর অনেক পরীক্ষার্থী তাদের কাঙ্খিত ফলাফল না পেয়ে কিংবা পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। মূলত: কোমলমতী শিক্ষার্থীরা আবেগ তাড়িত হয়ে কিংবা পরিবারের অভিভাবকদের ভয়ে অথবা আমাদের সমাজ ব্যবস্থায় ওই সকল শিক্ষার্থীদের প্রতি অবহেলার দৃষ্টি থাকার কারনে তারা আত্মহননের মতো এ জাতীয় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। একটি পাবলিক পরীক্ষায় অকৃতকার্য কিংবা কাঙ্খিত ফলাফল না পাওয়ার কারনে আত্মহনন করা কোন সঠিক সমাধান নয়। বরং অকৃতকার্য হওয়ার কষ্টকে চেলেঞ্জ হিসেবে নিয়ে পরবর্তী পরীক্ষায় চমৎকার ফলাফল করার বহু দৃষ্টান্ত আমাদের সমাজে রয়েছে। এক্ষেত্রে সম্মানিত শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের পরস্পর সহযোগীতায় একজন পথভ্রষ্ট শিক্ষার্থী ফিরে পেতে পারে তার হারানো ভবিষ্যৎ। কেননা আজকের শিক্ষার্থীরাই আগামী সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের সামনে একটি সুন্দর পৃথিবী অপেক্ষা করছে।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, ডাংগীরহাট সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. কুদ্দুস, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্টোপাধ্যায় সহ উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ব্রি ধান-১০৩এর নমুনা শস্য কর্তন

রুহিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বীরগঞ্জে ‘গোধুলী বৃদ্ধাশুপস’ বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

আ.লীগের পতন শুরু হয়ে গেছে: ফখরুল

তেঁতুলিয়ায় ফেইসবুকে মিথ্যা প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যক্রমের উপর প্রেস রিলিজ

পীরগঞ্জে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে মন্দিরে গণশৌচাগার উদ্বোধন

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ

বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কাটার অভিযোগ