Tuesday , 29 July 2025 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ্যে ধর্মীয় নেতাদের সাথে এ্যাডভোকেসী নেটওর্য়াক ফলোআপ মিটিং অনুষ্ঠিত

মঙ্গলবার বালুবাড়ী পল্লীশ্রী কনফারেন্স রুমে দিনাজপুর এরিয়া কো- অডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুরের ১০টি ইউনিয়ন ও পৌরসভা, ঘোড়াঘাট, কাহারোল ও বিরল উপজেলা ধর্মীয় নেতাদের সাথে এ্যাডভোকেসী নেটওর্য়াক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
নেটওর্য়াকের জেলা সভাপতি কাজী আব্দুস ছাত্তার এর সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন এর এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর তানজিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মশিয়ুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাহারোল কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের, বিরল কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ঘোড়াঘাট কমিটির সভাপতি আলম চৌধুরী। ধর্মীয় নেতাদের পক্ষে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় প্রতিনিধি দ্বিজেন্দ্র রাথ রায়, দিপালী রাণী, কসবা মিশনের ফাদার বিদ্যা বর্মন। ওয়ার্ল্ড ভিশন এর এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর তানজিমুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশু সুরক্ষা ও শিশুদের নিয়ে যে স্বপ্ন দেখে এই প্লাটফর্ম এর প্রতিনিধিরা তা পূরণ করবেন। যে কয়েকটি মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে ধর্ম একটি। আমরা মনে করি ধর্মীয় অনুশাসনের মাধ্যমে শিশু সুরক্ষা দিতে ধর্মীয় নেতারা যথেষ্ঠ অবদান রাখবেন। ওয়ার্ল্ড ভিশন ফাইভ জিরো প্লাস, এনাফ প্রচারাভিযানের মাধ্যমে শিশুদের ক্ষুধামুক্ত, অপুষ্টিমুক্ত শিশু, শিশু শ্রম বন্ধ, প্রতিটি শিশু স্কুলে যাবে, বাল্য বিবাহ নিরসন ও প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব জেলা গড়ে তুলতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, এই প্লাটফর্মের অর্জন হয়েছে অতি দরিদ্র শিশুদের আর্থিক সহায়তা ৫৮৯ জনকে, বাড়ি বাড়ি দিয়ে শিশু জরিপ করা হয়েছে ১৪৭৭ জন, শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে ২৩৩ জনসহ বিভিন্ন অর্জন তুলে ধরেন। এছাড়া জিংক ফুড ও গুনগত শিক্ষার মান বিষয়ক উপস্থিত প্রতিনিধিরা আলোচনা করেন। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের পিকিউ অফিসার মোঃ মবিন উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের বিরল এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ গোলাম সাকলায়েন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন অফিসের প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস ও ফেসিলেটর শামীম শাহরিয়ার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত বিতরণ করলেন– হরিপুর উপজেলা ছাত্রলীগ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালিত

আইন-আদালতকে নিজের সুবিধায় ইচ্ছেমত ব্যবহার করছে সরকার ———-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমেরিকান সৈন্য নির্ধারিত সময়সীমার পরও আফগানিস্তানে থাকতে পারে

নিবন্ধন ও দলীয় প্রতীক পাওয়ায় পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের নেতাকর্মীদের মিস্টি বিতরণ

পঞ্চগড়-১ আসনে ২৫ হাজার কর্মীর ডাটাবেইজ তৈরী করছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তা

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব

রাণীশংকৈলে জলাশয়ে মাছ নিধন,থানায় অভিযোগ