বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার এক নাবালিকাকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে তথাকথিত ভুয়া ঝাড়বাড়ী নিউজের পরিচালক মোঃ জাকির হোসেন (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টায় কাহারোল উপজেলার কদমতলা মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সে বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়ার মৃত: আরফান আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ওসি মোঃ রুহুল আমিন জানান, জিআর ৫৮ মামলার ধৃত তদন্তে প্রাপ্ত আসামী জাকিরকে শনিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।