Thursday , 17 July 2025 | [bangla_date]

কাহারোলে ভাঙ্গা কালভার্টের পার্শ্ব দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনসাধারণ, পথচারী ও যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে এলাকাবাসী অনেকেই মৌখিকভাবে অভিযোগ করেছেন। সরেজমিনে ঘুরে জানা ও দেখা গেছে, অত্র উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর মাঝাপাড়া (সুন্দরপুর ইউনিয়ন পরিষদ হতে সুন্দরপুর কাচারী বাজার ও বাগপুর) যার পাঁকা সড়কের উপর নির্মিত কালভার্টটির একপাশে ভেঙ্গে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকার জনসাধারণ, পথচারী, স্কুল-কলেজ,মাদ্রাসা, ছাত্র-ছাত্রী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলাচল করছে ভাঙ্গা কালভার্টটির পাশর্^ দিয়ে। অত্র ইউনিয়নের দ্বীপনগরের স্থানীয় বাসিন্দা মোঃ সহিদুল ইসলাম, মোঃ আব্দুল খালেক, প্রদীপ কুমার রায় সহ অনেকেই জানান, ্ওই সড়কে কালভার্টটি অতি পুরাতন হওয়ার ফলে অনেক দিন আগেই একপাশের্^র অংশ ভেঙ্গে গিয়ে এখন শুধু রডগুলো বের হয়ে আছে। কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় এই এলাকার মানুষজনোর পাঁকা সড়কটি দিয়ে চলাচলের চরম অসুবিধায় পড়তে হয়েছে। শুধু ছাত্র-ছাত্রী বা যানবাহন নয় এই পাকা সড়ক দিয়ে অত্র এলাকায় কৃষকদের উৎপাদিত ফসলাদিসহ অন্যান্য পণ্য আনা-নেওয়া হয়ে থাকে। কালভার্ট ভেঙ্গে বড় গর্ত হওয়ায় জমির ফসলাদি নিয়ে যেতে হয় দূর দিয়ে ঘুরে অন্য সড়ক বা রাস্তা দিয়ে। দ্বীপনগর মাঝাপাড়া পাকা সড়কে ভাঙ্গা কালভার্ট ভাঙ্গার বিষয়ের গত ৭ জুলাই’ ২৫ সংশ্লিষ্ট সুন্দরপুর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তসলিম উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান,্ওই সড়কের উপর ভেঙ্গে যাওয়া কালভার্টটির বিষয়ের উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে। এদিকে একই দিনে ভাঙ্গা কালভার্ট প্রসঙ্গে অত্র উপজেলার উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এই প্রতিনিধিকে জানান,বিষয়টি আমাকে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। তবে অতি দ্রæত ভেঙ্গে যাওয়া কালভার্টটি সংস্কার বা মেরামত করা হবে বলে তিনি আশ^াস প্রদান করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ

২ মিনিটের ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

বিরলে ভ’মি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার ইস্যুতে জনসমাবেশ

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে

ভিক্ষা করে জীবন চালাচ্ছে বীরগঞ্জের বীরাঙ্গনা সুভা রানী

পঞ্চগড়ের দু’টি আসনে  ৪ জনের মনোনয়নপত্র বাতিল

পঞ্চগড়ের দু’টি আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বোদা পৌরসভার প্রানকেন্দ্রে সামাজিক হেলথ্ ও ডায়াবেটিস ফিটনেস ক্লাবের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য  নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত